সম্প্রতি খুব সম্ভবত একটি ফ্যাশন বিউটি ব্র্যান্ডের হয়েই একটি বোল্ড ফটোশুটে অংশ নিয়েছিলেন তামান্না। এদিন দুধ সাদা পোশাকেই ছিলেন তিনি। ব্রাউন হেয়ারে নিউড মেকাপ নিয়েছিলেন অভিনেত্রী। পরেছিলেন মানানসই কানের দুল ও স্টিলেটোও। স্মোকি আই মেকাপে হালকা লিপস্টিকও পরেছিলেন তিনি। এদিন তার ইউনিক পোশাকের স্টাইল নিঃসন্দেহে নজর কেড়েছে সকলের। তার এদিনের অ্যাস্থেটিক লুক খুব স্বাভাবিকভাবেই ঘুম উড়িয়েছে তার ভক্তদের। সোশ্যাল মিডিয়ার তাপমাত্রও বাড়িয়েছেন তিনি।
Tamannaah Bhatia: দুধ সাদা পোশাকে ভক্তদের ঘুম কাড়লেন তামান্না, দিলেন এমন পোজ
তামান্না ভাটিয়া দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ। শুধুমাত্র দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে নয় তিনি বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন। নিজের অভিনয় দক্ষতার গুনেই যে অভিনেত্রী খুব তাড়াতাড়ি নিজের পায়ের…

আরও পড়ুন
আবার নোটবন্দি? রাতারাতি ৫০০ টাকার নোট বাতিল হলে কী করবেন?