Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পাকিস্তানের ক্রিকেটারের সঙ্গে প্রেম? মুখ খুললেন তমন্না ভাটিয়া

কৌশিক পোল্ল্যে: সম্প্রতি সিনেমহলে জোর গুঞ্জন উঠেছিল অভিনেত্রী তমন্না ভাটিয়ার প্রেমের সম্পর্ক নিয়ে। পাকিস্তানি ক্রিকেটার আব্দুল রজ্জাককে বিয়ে করছেন তমন্না এমন খবর সিনেপাড়া থেকে সোশ্যাল মিডিয়া, ছড়িয়ে পড়েছিল সর্বত্র। তিনি…

Avatar

কৌশিক পোল্ল্যে: সম্প্রতি সিনেমহলে জোর গুঞ্জন উঠেছিল অভিনেত্রী তমন্না ভাটিয়ার প্রেমের সম্পর্ক নিয়ে। পাকিস্তানি ক্রিকেটার আব্দুল রজ্জাককে বিয়ে করছেন তমন্না এমন খবর সিনেপাড়া থেকে সোশ্যাল মিডিয়া, ছড়িয়ে পড়েছিল সর্বত্র। তিনি কি তবে সত্যি বিয়েটা সেরেই ফেলবেন? এমন প্রশ্নই দানা বেঁধেছিল ভক্তদের মনে। তবে গুঞ্জনে জল ঢেলে নিজের বিয়ে নিয়ে অকপটে মুখ খুললেন অভিনেত্রী।

গুঞ্জনের শুরু হয়েছিল একটি ছবির দৌলতে, যেখানে আব্দুল তমন্নার জন্য গয়না পছন্দ করে দিচ্ছেন এর থেকেই আলোচনার সুর চড়ে, তবে কি উভয়ের মধ্যে কোনো বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে? তারা কি নিজেদের বিয়ের গয়না কিনতে এসেছেন? এরকম নানান প্রশ্ন উঠে এসেছিল নেটিজেনদের মনে, তবে সকলকে যোগ্য জবাব দিয়ে চুপ করিয়ে দিলেন অভিনেত্রী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তিনি জানান, আব্দুলের সঙ্গে দুবাইয়ে অন্য একটি বিয়ের পার্টিতে তাদের দেখা হয় এবং উক্ত বিয়ের অনুষ্ঠানের কারনেই তমন্নাকে গয়না পছন্দ করতে সাহায্য করছিলেন আব্দুল। এছাড়া তাদের মধ্যে আর কোনো বিশেষ সম্পর্ক নেই। নিজেদের মধ্যেকার বিশেষ সম্পর্কের কথা নাকচ করে দিয়ে অভিনেত্রী জানান, তিনি এখনো সিঙ্গেল বার্ড এবং তার এখনই বিয়ে করার কোনো প্ল্যান নেই।

পাকিস্তানের ক্রিকেটারের সঙ্গে প্রেম? মুখ খুললেন তমন্না ভাটিয়া
Credit Instagram

প্রসঙ্গত উল্লেখ্য এর আগেও এক মার্কিন চিকিৎসকের সঙ্গে তমন্নার সম্পর্ক রয়েছে এমনটা শোনা গিয়েছিল। মাঝে ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গেও প্রেমের সম্পর্কে তার নাম জড়ানো হয়েছিল। এপ্রসঙ্গে এক সাক্ষাৎকারে তমন্না জানান, “একদিন কোনো এক অভিনেতা, অন্য একদিন একজন ক্রিকেটার, এখন আজকে একজন ডাক্তার। এই সমস্ত গুজব শুনে মনে হয় আমি যেন দোকানে বর কিনতে বেরিয়েছি। আমি এই সমস্ত ভিত্তিহীন খবরগুলিকে একেবারেই সমর্থন করি না, যেগুলি আমার ব্যক্তিগত জীবন সম্পর্কিত।” কোভিড-১৯ করোনা ভাইরাসের জেরে বর্তমানে গৃহবন্দি রয়েছেন এই বাহুবলী অভিনেত্রী। এমনটাই জানালেন সংবাদমাধ্যমকে।

About Author