বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা ও আরসিবি অধিনায়ক বিরাট কোহলি বর্তমানে এক চর্চিত সেলেব দম্পতি। মাতৃত্বের খবর শুনিয়েছেন অনুষ্কা। এরপর থেকেই চর্চায় উঠে আসেন তিনি এবং বিরাট কোহলি। পান ভক্তদের অসংখ্য শুভেচ্ছা আর ভালবাসা। এরই মধ্যে এক আজব ব্যপার ঘটেছে এই সেলেব দম্পতিকে নিয়ে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবিরুষ্কা পরিবারে নতুন অতিথি আসার খবরের পর থেকেই জল্পনা চলছে তাদের সন্তান কেমন দেখতে হতে চলেছে। আগামী বছর জানুয়ারিতেই সন্তান প্রসব করবেন অভিনেত্রী। অনুষ্কা নিজেও তাঁর বেবি বাম্প নিয়ে একের পর এক হাটকে ছবি পোস্ট করছেন। অন্যদিকে অনুরাগীদের মধ্যেও বাড়ছে জল্পনা। শেষে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়ে গেল।
আপনি বলুন তো বিরুষ্কা কেমন হবে দেখতে? আপনার মাথায় এরকম কোন আজব গজব আইডিয়া আছে কি?
কিছুদিন আগে অনুষ্কা শর্মার ছোটবেলার ছবি ভাইরাল হয়। অন্যদিকে বিরাটের ছবিও ভাইরাল হয়। তাই অনুরাগীরা ভাবছেন এঁদের প্রেম কি ছোটবেলা থেকেই?
বর্তমানে আইপিএল খেলতে আরব আমিরশাহিতে রয়েছেন বিরাট কোহলি। সঙ্গে রয়েছেন গর্ভবতী অনুষ্কাও। দুজনেই বেশ কোয়ালিটি টাইম কাটাচ্ছেন।