Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

T20 World Cup 2022: বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিঁটকে যাবে ভারত, ভবিষ্যৎ বাণী করলেন প্রাক্তন পাক্ ক্রিকেটার

গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার-১২ এর গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া। আর সেই ম্যাচে বাংলাদেশকে ৫ রানে পরাজিত করে রোহিত শর্মারা। যার ফলশ্রুতিতে চলতে বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছানো একপ্রকার…

Avatar

গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার-১২ এর গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া। আর সেই ম্যাচে বাংলাদেশকে ৫ রানে পরাজিত করে রোহিত শর্মারা। যার ফলশ্রুতিতে চলতে বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছানো একপ্রকার নিশ্চিত হয়ে গেছে টিম ইন্ডিয়ার। ইতিমধ্যে ভারতীয় দল তাদের চারটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচে জয় নিশ্চিত করেছে। ফলশ্রুতিতে ৬ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ব্লু-বাহিনী।

আগামী ৬ নভেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার-১২ পর্বের শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ অনেকটা সহজ হওয়ায় গতকাল ম্যাচ শেষে একপ্রকার ভারতের সেমিফাইনালে পৌঁছানো নিশ্চিত হয়ে গেছে। এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অগ্রগতি সম্পর্কে বিরাট ভবিষ্যৎবাণী করেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার। এদিন বাংলাদেশ-ভারত ম্যাচ শেষে শোয়েব আখতার ভারতীয় দলকে অভিনন্দন দিয়ে বলেন,”আমি অনেক আগেই বলেছি টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়া সেমিফাইনালে পৌঁছাবে। তবে সেমিফাইনাল থেকে বাড়ি ফিরবে ভারত।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আপনাদের জানিয়ে রাখি, চলমানরত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে অন্যতম সেরা দাবিদার মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সেখানে শোয়েব আখতারের এমন মন্তব্য, হাস্যকর বলে মনে করছেন ক্রিকেট প্রেমিকরা। এখনো পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সেরা প্রাপ্তি বিরাট কোহলির বিধ্বংসী রূপে প্রত্যাবর্তন এবং বল হাতে হার্দিক পান্ডিয়ার বিস্ফোরক ইনিংস। মোটের উপর চলতি বিশ্বকাপে ভারতীয় দল নিজেদের অন্যতম সেরা দাবিদার হিসেবে করছে।

এদিকে, বাংলাদেশের বিপক্ষে ভারতের জয় লাভ পাকিস্তানকে একরকম কোণঠাসা করে ফেলেছে। বর্তমানে পয়েন্টস টেবিলে তাকালে নিশ্চিত যে, টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে লড়াই থেকে ইতিমধ্যে প্রায় ছিটকে গেছে বাবর আজমের দল। সে ক্ষেত্রে দ্বিতীয় গ্রুপ থেকে ভারতের সাথে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সবচেয়ে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

About Author