Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

করোনা ভাইরাসের পর ভারতে সোয়াইন ফ্লুতে দুদিনে মৃত্যু ১০

চারপাশে করোনা ভাইরাসের আতঙ্কের পাশে এবার ভারতে থাবা বসাচ্ছে সোয়াইন ফ্লু। উত্তরপ্রদেশের মেরঠ শহরে গত ২ দিনে সোয়াইন ফ্লু তে আক্রান্ত হয়ে প্রায় ১০ জন মারা গিয়েছেন। আক্রান্ত হয়েছেন প্রায়…

Avatar

চারপাশে করোনা ভাইরাসের আতঙ্কের পাশে এবার ভারতে থাবা বসাচ্ছে সোয়াইন ফ্লু। উত্তরপ্রদেশের মেরঠ শহরে গত ২ দিনে সোয়াইন ফ্লু তে আক্রান্ত হয়ে প্রায় ১০ জন মারা গিয়েছেন। আক্রান্ত হয়েছেন প্রায় ১০০ জন। সূত্রের খবর অনুযায়ী এই ফ্লুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে আট জনের মৃত্যুর খবর সুনিশ্চিত হয়েছে। উত্তরপ্রদেশের পশ্চিমদিকের নানা জায়গার মানুষ চিকিৎসা করানোর জন্য মেরঠের হাসপাতালগুলিতে ভর্তি হচ্ছেন। এত বেশি লোক ভর্তি হবার ফলে রোগীর চাপ বাড়ছে। শয্যার সংখ্যা নির্দিষ্ট থাকায় নতুন করে শয্যার সংখ্যা বাড়ানো হচ্ছে বলে এক স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন।

এই সোয়াইন ফ্লুএর প্রকোপ বাড়তে থাকার জন্য সরকারী তরফে তিন সদস্যের একটি বিশেষজ্ঞ দলকে ইতিমধ্যেই মেরঠে পাঠানো হয়েছে।  সূত্রের তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে পিএসসি-র ১৭ জন জওয়ান রয়েছেন। আর ৭১ জনের শরীরে এই ফ্লুর জীবাণু পাওয়া গেছে। কিন্তু উত্তরপ্রদেশের সরকার মেরঠে মাত্র ২৫ জনের মত আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
আরও পড়ুন : বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের থাবা, ৩০০০ ছাড়ালো মৃতের সংখ্যা

আক্রান্ত প্রত্যেকেরই হাসপাতালে চিকিৎসা চলছে। একদিকে সারা বিশ্বে যখন করোনার আতঙ্ক সেখানেই নতুন করে ভারতে সোয়াইন ফ্লু-র ঘটনা বিশেষজ্ঞদের চিন্তার কারণ হয়ে উঠেছে।

About Author