Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভাল নেই ‘কি করে বলবো তোমায়’ সিরিয়ালের রাধিকা, নায়িকার ভিডিও তুমুল ভাইরাল নেট দুনিয়ায়

টলিউডের টেলিজগতের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে স্বস্তিকা দত্ত এখন একজন। এই অভিনেত্রী বেশ মিষ্টি। রসগোল্লার মতো মিষ্টি বললেও কম হবে। তবে এই নামটি 'পারব না আমি ছাড়তে তোকে’ সিনেমার পাশ্ববর্তী চরিত্র…

Avatar

By

টলিউডের টেলিজগতের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে স্বস্তিকা দত্ত এখন একজন। এই অভিনেত্রী বেশ মিষ্টি। রসগোল্লার মতো মিষ্টি বললেও কম হবে। তবে এই নামটি ‘পারব না আমি ছাড়তে তোকে’ সিনেমার পাশ্ববর্তী চরিত্র দিয়ে অভিনয় জগতে পা রাখেন তিনি। সিনেমায় যখন অভিনয় করেছিলেন তখন তিনি বেশ ফ্যাটি ছিলেন তবে এখন তিনি বেশ স্লিম অ্যান্ড ফিট। স্টার জলসার ‘ভজ গোবিন্দ’ ধারাবাহিকে তিনি মূল নায়িকার চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয় হন। এরপর অভিনেত্রীকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ‘ভজ গোবিন্দ’ অভিনেত্রীর প্রথম হিট।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এখন স্বস্তিকা ‘কি করে বলবো তোমায়’ ধারাবাহিকে অভিনয় করছেন। এই ধারাবাহিকে অভিনেত্রীর চরিত্রের নাম রাধিকা। রাধিকার আর কর্ণের ভালোবাসা আর খুনসুটি দেখার জন্য বাঙালী দর্শক মুখিয়ে থাকেন। এখন সকলে অভিনেত্রীকে স্বস্তিকার চেয়ে রাধিকা বলতে বেশি ভালোবাসে। বাস্তব জীবনে অভিনেত্রী প্রেম করছেন এই ইন্ড্রাস্টির একজনের সাথে। তিনি অভিনেতা নয় গায়ক। তিনি আর কেউ না শোভন। শোভনের সাথে স্বস্তিকা এখন চুটিয়ে প্রেম করছেন। আর এদের প্রেমের নানান মুহূর্ত শেয়ার করে থাকেন নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে।

তবে এই লকডাউনে আবারো গৃহবন্দী স্বস্তিকা৷ একদম মন ভালো নেই অভিনেত্রীর। এর মাঝেই আবার স্বস্তিকার কী হল? স্বস্তিকার মন ভাঙলো কে? শোভন কি করলো এই লকডাউনে? সম্প্রতি মিষ্টি মেয়ে রাধিকা থুরি স্বস্তিকা নিজেত  ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি বলছেন, ‘মেরা দিল তো হর কোই তোড় দেতা হ্যায়, বড়ি লম্বি লিস্ট হ্যায়, আপ বোর হো যাওগে।’ অর্থাৎ যে কেউ এসে অভিনেত্রীর মন ভেঙে দেন, তালিকা নাকি এতটাই লম্বা যে শুনতে শুনতে বিরক্ত হয়ে যেতে পারেন। কিন্তু কারা অভিনেত্রীর মন ভেঙে দেয় সেকথা উল্লেখ করেননি অভিনেত্রী।

তবে অনুরাগীদের একটা বড় অংশের মনে হচ্ছে, এই কথাগুলি অভিনেত্রী নিছকই মজা করে শেয়ার করা ভিডিয়ো। আলাদা করে এর সঙ্গে স্বস্তিকার বাস্তব জীবনের কোনো মিল নেই। স্বস্তিকা সুযোগ পেলেই সোশ্যাল মিডিয়াতে অনুরাগীদের মনোরঞ্জন করতে একাধিক রিল ভিডিও বানান। আর সেগুলি দেখার জন্য অধীর আগ্রহী থাকে অনুগামীরা। তবে এখনো শোভনের সাথে কোনো রিল ভিডিও বানাননি। তবে সেই রিল দেখার অপেক্ষায় আছে আমজনতা।

About Author
news-solid আরও পড়ুন