Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

উড়িয়ে দেওয়া হল ‘রাধিকা’র ফেসবুক প্রোফাইল, ক্ষুদ্ধ নায়িকা

রাধিকা ওরফে স্বস্তিকা দত্তের ফেসবুক পেজে গিয়ে দেখবেন তার অফিসিয়াল অ্যাকাউন্ট আর নেই। গত শুক্রবার রাত থেকে আচমকাই গায়েব অভিনেত্রী স্বস্তিকা দত্তর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল। কিন্তু হঠাৎ কি হল? নায়িকা…

Avatar

By

রাধিকা ওরফে স্বস্তিকা দত্তের ফেসবুক পেজে গিয়ে দেখবেন তার অফিসিয়াল অ্যাকাউন্ট আর নেই। গত শুক্রবার রাত থেকে আচমকাই গায়েব অভিনেত্রী স্বস্তিকা দত্তর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল। কিন্তু হঠাৎ কি হল? নায়িকা নিজের অ্যাকাউন্ট বন্ধ রেখেছেন। না অভিনেত্রী নিজের অ্যাকাউন্ট বন্ধ রাখেননি তাঁর ফেসবুক রিপোর্ট করে উড়িয়ে দেওয়া হয়েছে। স্বস্তিকার ফেসবুক প্রোফাইলটি এই মুহূর্তে নিরুদ্দেশ হয়ে গেলেও নায়িকার ভ্যারিফায়েড ফেসবুক পেজ-টি এখনো অক্ষত অবস্থায় রয়েছে। 

তবে প্রশ্ন হল অভিনেত্রীর ফেসবুক প্রোফাইলটি নিরুদ্দেশ হল কেন? অবশ্য এর উত্তর নিজেই দিলেন রাধিকা ওরফে স্বস্তিকা দত্ত। তিনি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে স্বস্তিকা বলেন তাঁর প্রোফাইলটি ‘রিপোর্ট’ করে উড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় তিনি বেজায় অস্বস্তিতে ভুগছেন আর একইসঙ্গে ক্ষুদ্ধ অভিনেত্রী। তবে পুরো ঘটনাটি খোলসা করে বলেছেন স্বস্তিকা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গোটা ঘটনার নেপথ্যে হল স্বস্তিকার নামে এক ভুয়ো পোস্ট। স্বস্তিকার শুক্রবার রাতের একটি পোস্ট করেছিলেন। একটি ভুয়ো অ্যাকাউন্টের স্ক্রিনশট ও লিঙ্ক শেয়ার করে স্বস্তিকা লেখেন সেটি তাঁর না। আর সবাইকে সেই ফেক প্রোফাইলটি রিপোর্ট করবার আর্জিও জানানান। এই ঘটনার কয়েক মিনিটের মধ্যই উড়ে যায় স্বস্তিকার প্রোফাইল। এই লকডাউনে কেউ ইচ্ছাকৃতভাবে তাঁকে জ্বালাতন করবার জন্য এই কাজ করেছে অভিযোগ স্বস্তিকার।

তবে ইনস্টাগ্রাম ভিডিয়োতে স্বস্তিকা বলেন, কাউকে বেশি চিন্তা না করতে৷ তিনি খুব শীঘ্রই তিনি ফেসবুকে ফিরবেন, এবং আপতত ইনস্টাগ্রামের মাধ্যমে সরাসরি যোগাযোগ রাখবেন অনুরাগীদের সাথে। স্বস্তিকা এই ভিডিয়ো বার্তায় আরো বলেন, তিনি একদম ভালো মুডে নেই কারণ তাঁর ফেসবুক প্রোফাইল নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। তাঁর টিম এবং ফেসবুক টিম উভয়েই সেটা পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে, কিন্তু তিনি সত্যি অসন্তুষ্ট। কয়েক ঘন্টা আগেই আমার প্রোফাইলে আমি একটি ফেক অ্যাকাউন্টের ছবি ও লিঙ্ক আপলোড করে সেটা রিপোর্ট করতে বলেছিলেন। তাঁর মনে হচ্ছে সেই ফেক প্রোফাইলের বদলে কেউ তাঁর প্রোফাইলক রিপোর্ট করে দিয়েছে…..’। 

About Author
news-solid আরও পড়ুন