কলকাতা নিয়ে অনেক কবিতা, অনেক গান আছে. কলকাতা জুড়ে অনেক ইতিহাসও আছে. ইতিহাসের পাতা উল্টালে অনেক ইতিহাস আপনার চোখে পড়বে, তবে আজ সেইসব নিয়ে কথা আলোচনা করবো না .
আজ ছিল আমাদের প্রিয় কলকাতার জন্মদিন.. লকডাউন না থাকলে হয়তো আপনিও কলকাতার জন্মদিন সেলিব্রেট করতে পারতেন.
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআমাদের প্রিয় অভিনেত্রী স্বস্তিকা কিন্তু বহাল তবিয়তে কলকাতার জন্মদিন সেলিব্রেট করলেন. টানা রিক্সার টেনে পুরোনো কলকাতাকে স্মরণ করে নিলেন তিনি. তাঁর দুস্টু মিষ্টি হাসি আর প্রাণখোলা স্বভাব অনেকের মন জয় করেছে. অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে এমনই অনেক প্রানোজ্জল ছবি শেয়ার করেছেন.
কলকাতার জন্মদিন ঐতিহ্যবাহীভাবে ২৪ আগস্ট ১৬৯০ সালে উদযাপিত হয়েছে। আর এই কলকাতা নিয়ে অনেক মানুষের অনেক আবেগ লুকিয়ে আছে. তাই কলকাতা আছে কলকাতাতেই……