উল্লেখ্য, স্বপ্না চৌধুরীর এই নাচের ভিডিওটি খুব সম্প্রতি নিজেই শেয়ার করে নিয়েছেন নিজের ইনস্টাগ্রামের পাতায়। বর্তমানে এই রিল ভিডিওটিই নজর কেড়েছে নেটনাগরিকদের একাংশের। পছন্দও করেছেন বহুজন। ভিডিওতে নিজের গাওয়া ‘চকলেট ভার্সেস বন্দুক’এর তালেই বানিয়েছিলেন রিল। এদিন তার পরনে ছিল নীল শাড়িও। খোলা চুলে হালকা মেকাপ নিয়েছিলেন তিনি। আপাতত, তার এই নাচের ঝলকে মজেছে নেটদুনিয়ার একাংশও। সেকথা অবশ্য অভিনেত্রীর শেয়ার করে নেওয়া ঝলকের কমেন্টবক্সে নজর দিলেই স্পষ্ট হবে।
Sapna Choudhary: ‘চকলেট ভার্সেস বন্দুক’এর তালেই রিল বানালেন স্বপ্না, রইল ঝলক
অভিনেত্রী স্বপ্না চৌধুরীকে হয়তো চেনেন অনেকেই। যারা চেনেন তারা জানবেন তিনি একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন ভালো নৃত্যশিল্পীও, তা তার নাচ দেখলেই স্পষ্ট হবে। সোশ্যাল মিডিয়ার পাতাতেও অভিনেত্রী ভালোই সক্রিয়।…

আরও পড়ুন