আজকালকার দিনে সোশ্যাল মিডিয়া ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। আসলে ডিজিটাল দুনিয়াতে আট থেকে আশি সকলের কাছেই একদিকে যেমন মোবাইল ফোন রয়েছে ঠিক অন্যদিকে সকলেই ইন্টারনেট পরিষেবা ব্যবহার করে থাকে। এখন বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া। বিভিন্ন ধরনের ভিডিও বা ছবি মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় ভাইরাল হয়। এমনকি আজকাল তো অনেকেই সোশ্যাল মিডিয়ার দৌলতে বিভিন্ন উপায়ে অর্থ উপার্জন করে থাকেন। যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন তারা অবশ্যই স্বপ্না চৌধুরীর নামটা শুনেছেন।
পুরুষমন জয় করছেন স্বপ্না
আজকের ইন্ডাস্ট্রি সম্বন্ধে অবগত সকলেই স্বপ্না চৌধুরীর নাম অবশ্যই জানেন। সে তাঁর দেশি স্টাইলে ঠুমকা দিয়ে লাখ লাখ নেটিজেনের মন জয় করে নিয়েছে। গোটা ভারতের মধ্যে সিংহভাগ পুরুষ নেটিজেন এই স্বপ্না চৌধুরীর ফ্যান। আপনি নিশ্চয়ই অনেক স্টেজ শো এবং প্রোগ্রামে দেখেছেন যে মানুষ স্বপ্না চৌধুরীর নাচ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। ইউটিউবেও অনেক ভিডিও আছে, যেখানে স্বপ্না চৌধুরীর প্রোগ্রামে প্রচুর ভিড় দেখা যায়। শুধু যুবকরা নয়, এমনকি বয়স্ক ব্যক্তিরাও তাদের নাচ দেখতে আসে।
ভাইরাল ভিডিওতে দারুন নাচ স্বপ্নার
সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এই নতুন ভিডিওতে একটি সবুজ রঙের সালোয়ার কামিজ পরে দুর্দান্ত নাচ করেছেন স্বপ্না চৌধুরী। এই ভিডিওতে মঞ্চের উপর দাঁড়িয়ে তার নাচ সবাই বেশ উপভোগ করেছেন বলা যেতে পারে। এই অনুষ্ঠানের মঞ্চে রীতিমতো ভিড় করে লোকজন স্বপ্না চৌধুরীর নাচ দেখেছেন। এই অনুষ্ঠানে ছোরা জাটে কা গানের সঙ্গে নাচ করেছেন স্বপ্না চৌধুরী। লোকজন এই নাচের ভিডিও খুবই পছন্দ করেছেন। অনেকেই হার্ট ও ফায়ার ইমোজি দিয়ে কমেন্ট করেছেন এই পোস্টে। তবে, অনেকে আবার বলেছেন, কিছুটা হলেও স্বপ্না চৌধুরীর এই গ্ল্যামার আগের মত আর নেই।
View this post on Instagram