বলিউডবিনোদন

বিপুল টাকা তছরুপের অভিযোগ, গ্রেফতার হলেন এই জনপ্রিয় অভিনেত্রী

Advertisement
Advertisement

আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন জনপ্রিয় ডান্সার ও অভিনেত্রী স্বপ্না চৌধুরী (swapna Chowdhury)। স্বপ্না ছাড়াও বিপুল অর্থ তছরুপের অভিযোগ রয়েছে তাঁর মা নীলম (Nilam), ভাই করণ (karan), বোন শিবানী (shibani), ভাইয়ের বৌ রচনা (Rachana)-এর বিরুদ্ধেও। ‘পি অ্যান্ড এম’ নামক একটি সেলিব্রিটি ম্যানেজমেন্ট সংস্থা স্বপ্না ও তাঁর পরিবারের বিরুদ্ধে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করার অভিযোগ এনেছে। সংস্থার কর্ণধার পবন চাওলা (Pawan chawla) জানিয়েছেন, স্বপ্না চৌধুরীর বারংবার অনুরোধের কারণে তাঁর মেকওভার সহ অনুষ্ঠানের বুকিং-এর যাবতীয় দায়িত্ব নিয়েছিলেন তাঁরা। কিন্তু স্বপ্না সংস্থার কাছ থেকে সমস্ত সুবিধা নিয়ে চুক্তিভঙ্গ করেন এবং মোটা টাকা নিয়ে তা ফেরত দিতে অস্বীকার করেন। ফলে সেলিব্রিটি ম্যানেজমেন্ট সংস্থাটি আইনি পথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। দিল্লি পুলিশের আর্থিক প্রতারণা শাখা স্বপ্নার বিরুদ্ধে 420, 120B, 406 ধারায় মামলা দায়ের করেছে।

Advertisement
Advertisement

কিছুদিন আগেই মিউজিক ভিডিও ‘চন্দ্রাওয়াল’ রিলিজ করেছে ইউটিউবে। ভিডিওটি রিলিজ করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায় সাইবার দুনিয়ায়। এই মুহূর্তে ভিডিওটির ভিউয়ারস চার মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। গানটি লিখেছেন নবীন বিশু বাবা ( Naveen visu qBaba)। ‘চন্দ্রাওয়াল’ গানটি গেয়েছেন গায়ক পরভিন তোশাম (parveen Tosham)। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন দীপেশ গোয়েল(Deepesh Goyal)। ‘চন্দ্রাওয়াল’-এ স্বপ্নার সঙ্গে অভিনয় করেছেন সুমিত কৌশিক (sumit Kaushik)।

Advertisement

গত বছর 4 ঠা অক্টোবর পুত্রসন্তানের জন্ম দিয়েছেন স্বপ্না। সোশ্যাল মিডিয়ায় পুত্রসন্তানকে কোলে নিয়ে ছবি পোস্ট করেছিলেন স্বপ্না। ছবিটি পোস্ট করে ক্যাপশন দিয়ে স্বপ্না লেখেন, কণ্টকাকীর্ণ বাগানে দেবীর জন্ম নেওয়া খুব কঠিন, হাজার বছরেও তা সম্ভব নয়। স্বপ্না ও তাঁর পুত্রসন্তানের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নেটিজেনরা স্বপ্নাকে অনেক শুভেচ্ছা জানিয়েছেন।

Advertisement
Advertisement

স্বপ্না চৌধুরী কালারস টিভির জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর প্রাক্তন প্রতিযোগিনী। হরিয়ানার প্রত্যন্ত গ্রাম থেকে সাধারণ এক প্রতিযোগিনী হিসাবে বিগ বসের ঘরে এসেছিলেন স্বপ্না। বিগ বসের ঘরে থাকাকালীন স্বপ্না জানিয়েছেন তাঁর জীবনকাহিনী। জানা যায়, শৈশবে পিতৃহীনা স্বপ্না চৌধুরী দারিদ্র্যের কারণে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হন। বিভিন্ন অনুষ্ঠানে নাচ করে সংসার চালাতেন স্বপ্না। তিনিই ছিলেন পরিবারের একমাত্র রোজগেরে সদস্য। ‘বিগ বস’ তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়।

পঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আইটেম ডান্সার, গায়িকা এবং অভিনেত্রী হিসেবে স্বপ্না ক্রমশ পরিচিতি লাভ করেন। গত বছরের জুলাই মাসে দীর্ঘদিনের প্রেমিক বীর সাহু(veer sahu)-কে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেন স্বপ্না। লকডাউনের সময় সোশ্যাল মিডিয়ায় লাইভ করে স্বপ্না জানান, কেন্দ্রীয় সরকার বিয়ের অনুষ্ঠানে মাত্র পঞ্চাশ জন অতিথি আমন্ত্রণ করার নির্দেশ দেওয়ার কারণে বহু শিল্পী কর্মহীন হয়ে পড়েছেন। নাচের অনুষ্ঠান বন্ধ থাকার কারণে কর্মহীন হয়ে পড়েছিলেন স্বপ্না নিজেও।

Advertisement

Related Articles

Back to top button