বলিউডবিনোদন

Swapna Choudhary: মঞ্চের উপরে দাঁড়িয়ে সবার সামনে হরিয়ানভি গানে নাচ করলেন স্বপ্না চৌধুরী, ভাইরাল ভিডিও

এই ভিডিওতে অনেকেই এই নাচের প্রশংসা করেছেন

×
Advertisement

হরিয়ানাভি গান এবং নাচ মানুষের মধ্যে খুব বিখ্যাত। মানুষ হরিয়ানভি গান এবং নাচের ভিডিও দেখতে এবং শুনতে খুবই ভালোবাসেন বলা চলে। যখনই হরিয়ানার গান ও ভিডিও নিয়ে কথা হয়, সবার আগে একটাই নাম আসে আর, সেই নাম স্বপ্না চৌধুরী। হরিয়ানভি নাচের ভিডিওর মধ্যে সবথেকে জনপ্রিয় এই স্বপ্না চৌধুরীর নাচের ভিডিওগুলি।

Advertisements
Advertisement

হরিয়ানার গান সারা দেশের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কৃতিত্ব স্বপ্না চৌধুরীকেই দেওয়া উচিত। হরিয়ানার গানকে এত জনপ্রিয়তা দিয়েছেন স্বপ্না চৌধুরী। যখনই স্বপ্না চৌধুরী মঞ্চে এসে একটি গানে কোমর দোলান, সেই গানটি একেবারে হিট হয়ে যায়। তার নাচ দেখে যেনো বৃদ্ধদের শরীরেও বিদ্যুতের তরঙ্গ সৃষ্টি করে।

Advertisements

স্বপ্না চৌধুরীর উন্মাদনা এমন যে লোকেরা দামি টিকিট নিয়ে তার শো দেখতে যায়। সম্প্রতি, স্বপ্না চৌধুরীর একটি নাচের ভিডিও ইন্টারনেট দুনিয়ায় খুব দ্রুত ভাইরাল হতে শুরু করেছে। স্বপ্না চৌধুরীর ভাইরাল হওয়া গানটির কথা হলো ‘তেরি লাত লগ গই’।

Advertisements
Advertisement

স্বপ্না চৌধুরীর গানটি এখন পর্যন্ত ২৮ কোটি মানুষ দেখেছেন এবং ৯০ লাখ মানুষ লাইক করেছেন। এই সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই গানে অসাধারন নাচ করেছেন স্বপ্না চৌধুরী। এই গানের কথা লিখেছেন নানু ছোটিওয়ালা।

Related Articles

Back to top button