Today Trending Newsনিউজরাজ্য

School Summer Vacation: স্কুল খোলার আগে ফের ছুটির ঘোষণা? জেনে নিন সরকার কী বলেছে

Advertisement
Advertisement

পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে বিদ্যমান তাপপ্রবাহের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ২২ এপ্রিল থেকে সরকারী ও সরকারী সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে গ্রীষ্মের ছুটি ঘোষণা করাহয়েছিল । গত ১৮ এপ্রিল স্কুল শিক্ষা দফতরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সময়ে স্কুল ছাড়াও শিক্ষক ও অশিক্ষক কর্মীরাও ছুটিতে থাকবেন।

Advertisement
Advertisement

তবে লোকসভা ভোটের কথা মাথায় রেখে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের নির্দেশনাও তাদের জন্য প্রযোজ্য হবে। প্রাথমিক শিক্ষা ও মাধ্যমিক পর্ষদের চেয়ারম্যানদের পাঠানো স্কুল শিক্ষা সচিবের জারি করা নোটিশে বলা হয়, ‘প্রচণ্ড গরমের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে প্রশাসনিক এক্তিয়ারভুক্ত স্কুলগুলিতে ২২ এপ্রিল থেকে গ্রীষ্মের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ব্যতিক্রম দার্জিলিং ও কালিম্পং জেলার স্কুলগুলি এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সেখানে বিদ্যমান শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।’ ৬ মে থেকে আগে গরমের ছুটি হওয়ার কথা ছিল।

Advertisement

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন , ‘পড়ুয়াদের স্বার্থে বেসরকারি স্কুলগুলিকেও গরমের ছুটি এগিয়ে রাখার জন্য অনুরোধ করা হচ্ছে।’ মিটে গিয়েছে ভোট পর্ব। আশা করা হচ্ছে এবার বিদ্যালয়ে শুরু হবে পঠন পাঠন। কিন্তু আবার সেই বিশ্রী গরম। এই গরমে স্কুল কি খুলবে, নাকি আরও বাড়িয়ে দেওয়া হবে গরমর ছুটি?

Advertisement
Advertisement

এই প্রশ্ন এখন ঘুরছে অনেকের মনে। ঘোষণা অনুযায়ী বিদ্যালয় গুলি জুন মাসের ৩ তারিখ থেকে খোলার কথা ছিল। কিন্তু সেই দিন থেকে পড়ুয়ারা বিদ্যালয়ে যাবে না, এমনটাই বলা হয়েছিল।

প্রায় আড়াই মাসের ছুটি কাটিয়ে বিদ্যালয় খোলার কথা ছিল ১০ তারিখে। বিদ্যালয়ে আবার ছুটে ঘোষণা করা হবে কিনা এই বিষয়ে কোন রকম সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Advertisement

Related Articles

Back to top button