Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সম্পূর্ণ নতুন অবতারে লঞ্চ হল WagonR, দেখতে যেমন সুন্দর তেমন রয়েছে স্পেসিফিকেশন, জানুন নতুন দাম

বাজেট মূল্যের চার চাকার চাহিদা এখন তুঙ্গে দেশজুড়ে। তাই একাধিক কোম্পানি ভালো মাইলেজ এবং বাজেট মূল্যের গাড়ি বাজারে আনার চেষ্টা করছে। এই টার্গেটেড মার্কেটে এখন রাজ করছে মারুতি সুজুকি। টাটা…

Avatar

বাজেট মূল্যের চার চাকার চাহিদা এখন তুঙ্গে দেশজুড়ে। তাই একাধিক কোম্পানি ভালো মাইলেজ এবং বাজেট মূল্যের গাড়ি বাজারে আনার চেষ্টা করছে। এই টার্গেটেড মার্কেটে এখন রাজ করছে মারুতি সুজুকি। টাটা মোটরস, হুন্ডাই ও মাহিন্দ্রার মত ব্র্যান্ডকে পিছনে ফেলে দিয়ে এখন জনপ্রিয়তার শীর্ষে মারুতি সুজুকি। এই কোম্পানির একটি অন্যতম জনপ্রিয় বাজেট মূল্যের গাড়ি হল WagonR। এই গাড়িটির একটি আলাদা ফ্যানবেস রয়েছে ভারতীয় গ্রাহকদের মধ্যে। এবার মার্কেটে এই জাপানি টেকে সমৃদ্ধ WagonR লঞ্চ হবে সম্পূর্ণ নতুন অবতারে। নতুন ভার্সনের WagonR সম্বন্ধে জানতে অবশ্যই এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

ভারতের বাজারে বাজেট মূল্যের একাধিক গাড়ি থাকলেও মারুতি সুজুকির এই WagonR ব্যাপক জনপ্রিয়তা পেয়ে এসেছে। গাড়িটির লুক হোক কি পারফরম্যান্স সবই পছন্দ হয় গ্রাহকদের। বিশেষ করে এই গাড়িটির সাধ্যের মধ্যে দাম এবং মাইলেজ গাড়িটির প্রধান ইউএসপি। আপনি জানলে অবাক হবেন যে গত এক মাস ধরে এটি সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ির তালিকায় জায়গা করে নিয়েছে। এর নতুন মডেল লুকের দিক থেকে আগের থেকে বেশ সুন্দর এবং বিভিন্ন কসমেটিক পরিবর্তন আনা হয়েছে। আপাতত জাপানে এই নতুন মডেলের WagonR লঞ্চ হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্পূর্ণ নতুন অবতারে লঞ্চ হল WagonR, দেখতে যেমন সুন্দর তেমন রয়েছে স্পেসিফিকেশন, জানুন নতুন দাম

এই নতুন মডেল WagonR এ ৬৬০ সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা পেট্রোল এবং হাইব্রিড কনফিগারেশন সাপোর্ট করে। গাড়িটির টার্বো ভার্সন শুধুমাত্র Stingrey ও Custom Z মডেলের জন্য উপলব্ধি। এই গাড়িতে ৫ স্পিড এএমটি সিভিটি ট্রান্সমিশন ব্যবহার করা হয়েছে। এছাড়া এই গাড়ির টু হুইল ড্রাইভ এবং ফোর হুইল ড্রাইভ ২ ভার্সন পাওয়া যাবে। নতুন মডেলটি প্রায় ২৫.২ কিলোমিটার প্রতি লিটারের মাইলেজ দেবে।

এরপর আসা যাক দামের প্রসঙ্গে। ২০২৩ মারুতি সুজুকি WagonR ফেসলিফট জাপানের মার্কেটে লঞ্চ করেছে যার দাম ১২ লাখ ১৭ হাজার ৭০০ ইয়েন অর্থাৎ ভারতীয় মূল্যে প্রায় ৭.২২ লাখ টাকা। এছাড়া WagonR Stingrey ভারতীয় মূল্যে ১০ লাখ থেকে ১০.৭৫ লাখের মধ্যে। এছাড়া আরেকটি মডেল WagonR Custom Z মডেলটির ভারতীয় মূল্যের দাম ৮.৭৫ লাখ টাকা থেকে ১০.৪৩ লাখ টাকার মধ্যে।

About Author