Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দেশে ফিরছে Suzuki Hayabusa-র আপডেটেড মডেল, জানুন বুকিং শুরুর দিন

জাপানি অটোমোবাইল সংস্থা Maruti Suzuki ফের তাদের টু-উইলার লঞ্চ করতে চলেছে দেশে। এটি আসলে একটি Hayabusa রেঞ্জের মডেল।  তবে এবারের গাড়িটি আসলে একটি আপডেটেড মডেল বলা চলে। 2020 সালে দারুণ…

Avatar

By

জাপানি অটোমোবাইল সংস্থা Maruti Suzuki ফের তাদের টু-উইলার লঞ্চ করতে চলেছে দেশে। এটি আসলে একটি Hayabusa রেঞ্জের মডেল।  তবে এবারের গাড়িটি আসলে একটি আপডেটেড মডেল বলা চলে। 2020 সালে দারুণ সাফল্যের পর নয়া রূপে দেশে আসছে Suzuki Hayabusa । ইতিমধ্যেই এই মোটরসাইকেল নতুন করে অর্ডার নেওয়া শুরু করেছে।

সংস্থা তরফে জানানো হয়েছে, এপ্রিলের গোড়ায় বাইকটি লঞ্চ হতেই মোটরসাইকেল বিক্রি হতে থাকে । গতবছরে প্রথম ব্যাচের 101 টি হায়াবুসা মোটরসাইকেল মডেল ভারতে এসেছিল। দ্বিতীয় ব্যাচের মোটরসাইকেলও দ্রুত ভারতেই আসতে চলেছে বলে জানা গিয়েছে। জাপানি টু হুইলারের প্রস্তুতকারক সংস্থা জানিয়েছে, আগামী অগস্টেই দ্বিতীয় ব্যাচের মোটরসাইকেল দেশে আসবে বলে আশা করা যাচ্ছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আপনি যদি BS6 প্রেমী হয়ে থাকেন ও কেনার জন্য আগ্রহী হোন তাহলে 2021 সালের Maruti Suzuki Hayabusa র জন্য বুকিং করতে পারেন। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে যে এটিতে দেওয়া হবে 1306 CC র চার সিলিন্ডার ইঞ্জিন এই মোটরসাইকেলে সর্বোচ্চ 187 BHP শক্তি ও 155 NM টর্ক উৎপন্ন করে। 2017 সাল থেকেই ভারতে এই মোটরসাইকেল রপ্তানি করছে জাপানি এই সংস্থা। মাত্র 2.74 সেকেন্ডে 0 থেকে 100 কিমি/ঘণ্টা গতি তুলে‌ ছুটতে সক্ষম হবে Maruti Suzuki Hayabusa। কোম্পানি জানিয়েছে সর্বোচ্চ 299 কিমি/ঘণ্টা বেগে ছুটতে পারে এই মোটরসাইকেল।

About Author