নিউজরাজ্য

তুই খারাপ, আমি ভালো, বাঁকুড়া সফরে কটাক্ষ শুভেন্দুর

×
Advertisement

রাজ্য রাজনীতিতে এখন শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা তুঙ্গে। যতই দিন যাচ্ছে ততই বাড়ছে রাজ্য রাজনীতিতে সমালোচনার পাহাড়। এরই মাঝে আজ মুখ খুলতে দেখা গেল তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীকে। তিনি এইদিন বলেন,”আমাদের জন্য আছে সংকীর্ণতা,রাজনৈতিক বিভাজন।” এরই নেতা বলে ওঠেন,” তুই খারাপ, আমি ভালো”। এখানে কে ভালো কে খারাপ সে বিষয়ে নেতা কোনও মন্তব্য করেননি। তবে বিশেষজ্ঞদের মতে এখানে তৃণমূল-বিজেপির কথাই বলেছেন শুভেন্দু।

Advertisements
Advertisement

এই মন্তব্য তাকে করতে দেখা গিয়েছে শুক্রবার ঝটিকা সফরে বাঁকুড়ার ভারত সেবাশ্রম সংঘের এক অনুষ্ঠানে। অন্যদিকে এই দিন মন্ত্রী ৯ ক্লাবের ২৭ তম কালীপুজো উদ্বোধন ও করেন। সেখানেও সোজা দল ছাড়ার ইঙ্গিত দিতে দেখা গিয়েছে রাজ্যের পরিবহণ মন্ত্রীকে। সেখানে তিনি বলেন,” আমার পরিচয় যাই থাকুক, আমি যে পদেই থাকি, আমার সবচেয়ে বড় পদ আমি আপনাদের আত্মার আত্মীয়। আর আমি সবসময় সেই পদেই থাকব”।

Advertisements

প্রসঙ্গত উল্লেখ্য, পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী বাঁকুড়া সফরে আসছেন, এই খবর রটার সাথে সাথেই তার অনুগামীরা পোস্টার লাগাতে শুরু করে দিয়েছিল। এর থেকে বোঝা যায় যে দিন দিন জেলায় বাড়ছে দাদার অনুগামীদের সংখ্যা। এইদিন উপস্থিত ছিলেন জঙ্গলমহল সহ জেলার বহু শীর্ষ স্থানীয় নেতৃত্ব।

Advertisements
Advertisement

শুক্রবার বাঁকুড়ায় পৌঁছে সবচেয়ে আগে তিনি যান ভারত সেবাশ্রমে। ৮০০০ পরিযায়ী শ্রমিকের হাতে এইদিন শীতবস্ত্র তুলে দেন শুভেন্দু। পরে তিনি উন্মোচন করেন ইউনাইটেড ক্লাবের কালীমূর্তির আবরণ। সবশেষে পঞ্চবটীতে পুজো উদ্বোধন করে নিজের জেলা সফর শেষ করেন মন্ত্রী।

Related Articles

Back to top button