Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আর লুকিয়ে নয়, প্রকাশ্যে অভিষেকের নাম করে তাকে ‘তোলাবাজ’ বলে আক্রমণ শুভেন্দুর

'তোলাবাজ ভাইপো' নাম না করেই এতদিন শাসক শিবিরের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একের পর এক আক্রমণ করছিলেন বিজেপি নেতারা। পালটা চ্যলেঞ্জ ছুঁড়ে তার নাম করে আক্রমণ করতে বলেছেন অভিষেক সহ শাসক…

Avatar

‘তোলাবাজ ভাইপো’ নাম না করেই এতদিন শাসক শিবিরের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একের পর এক আক্রমণ করছিলেন বিজেপি নেতারা। পালটা চ্যলেঞ্জ ছুঁড়ে তার নাম করে আক্রমণ করতে বলেছেন অভিষেক সহ শাসক শিবিরের বাকি নেতারা। খেজুরির সভা থেকে নাম করেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ‘তোলাবাজ’ বলে আক্রমণ করলেন গেরুয়া শিবিরের নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এতদিন তার মুখে শোনা যাচ্ছিল ‘তোলাবাজ ভাইপো’। কোনও বারই শোনা যায়নি অভিষেকের নাম।

এই দিন খেজুরির সভা থেকে নন্দীগ্রাম আন্দোলনের বিষয় টেনে মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যাবাদী বলে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। সেই সূত্র ধরেই বিজেপি নেতা শুভেন্দু বলেন,”বিজেপির সরকার এলে আমরা একটা মিথ্যাশ্রী পুরষ্কার চালু করব। আর সেই মিথ্যাশ্রীর প্রথম পুরষ্কার দেওয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর একটা তোলাশ্রী পুরষ্কারও চালু করব। সেটা পাবে ওর তোলাবাজ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়।” এর পরই “তোলাবাজ ভাইপো হঠাও” স্লোগান তোলেন শুভেন্দু অধিকারী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আগের ১৯ এ ডিসেম্বর মেদিনীপুরে অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগদান করেই ‘তোলাবাজ ভাইপো হঠাও’ বলে স্লোগান তোলেন প্রাক্তন পরিবহণমন্ত্রী তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এর পর থেকে প্রতিটি সভায় নিয়ম করে প্রতিটি জনসভায় শুভেন্দুর মুখে ‘তোলাবাজ’ ভাইপো কটাক্ষ শোনা গিয়েছে। অন্যদিকে নিজের সভায় নাম না করে পালটা শুভেন্দুকে ও ‘সবথেকে বড় তোলাবাজ’ বলে অভিযোগ করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এইদিন শুভেন্দু সরাসরি অভিষেকের নাম নিয়ে তাকে ‘তোলাবাজ’ বলেছেন। এইবার দেখার বিষয় হল শাসক শিবিরের সাংসদ তথা যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনও পদক্ষেপ করেন নাকি, এখন সেই দিকেই তাকিয়ে আছে গোটা রাজনৈতিক মহল।

About Author