Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

“দলের কর্মচারী না হতে চাইলে বেরিয়ে আসা উচিত”, বিজেপিতে রাজীবকে আমন্ত্রণ শুভেন্দুর

শুভেন্দু অধিকারীর সাথে সাথেই দলের বিরুদ্ধে গলায় সুর তুলতে শুরু করেছিলেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। কিন্তু তিনি এখনও দলবদল করেননি। বরং আজ দুপুরে লাইভে এসে বলেছেন, ইতিবাচক মনোভাব নিয়ে…

Avatar

শুভেন্দু অধিকারীর সাথে সাথেই দলের বিরুদ্ধে গলায় সুর তুলতে শুরু করেছিলেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। কিন্তু তিনি এখনও দলবদল করেননি। বরং আজ দুপুরে লাইভে এসে বলেছেন, ইতিবাচক মনোভাব নিয়ে আমি আমার কাজ করে যাব। স্বভাবত এই কথার পর একরকম স্পষ্ট যে এখনি রাজীব বন্দ্যোপাধ্যায় দলবদল করছেন না। কিন্তু আজ রাজীব বন্দ্যোপাধ্যায় বক্তব্যের পর শুভেন্দু অধিকারী (suvendu adhikari) নাম না করে তার প্রাক্তন সহকর্মীকে বিজেপিতে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি এদিন চন্দ্রকোনার খেজুরডাঙ্গা সভা থেকে বলেছেন, “আমি বাধাপ্রাপ্ত হয়েও বেরিয়ে এসেছি। রাজীব বন্দ্যোপাধ্যায় বেরিয়ে আসা উচিত। যারা কর্মচারী হয়ে থাকতে চান না, তারা বেরিয়ে আসুন।”

আজ চন্দ্রকোনার সভায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী শাসকদলের বিরুদ্ধে কড়া আক্রমণ করেন। তিনি তোপ দেগে বলেছেন, “তৃণমূল কংগ্রেস একটা প্রাইভেট কোম্পানি হয়ে গিয়েছে। দরজা খোলার লোক পাওয়া যেত না। তোলাবাজ ভাইপোকে কেউ দেখতে পাইনি। তখন আমি পার্টি অফিস খুলে বসতে বলেছিলাম। এটাতো একটা কোম্পানি। আর আমি কর্মচারী হয়ে থাকতে পারবো না।” তিনি তারপর আজ রাজীব বন্দ্যোপাধ্যায় খুব বিজেপিতে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রসঙ্গত আজ দুপুরে লাইভে রাজীব বন্দ্যোপাধ্যায় তাঁর দলের প্রতি অসন্তোষে কারণ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “দলের অন্যতম প্রধান সম্পদ হল কর্মীরা। আমাদের দলনেত্রী তাই বিশ্বাস করে। এদিকে অনেকে কর্মীদের সাথে ভুল আচরণ করছে। কর্মীরা শুধুমাত্র তাদের প্রাপ্য সম্মানটুকু চায়। তাই আমি কর্মীদের বিরুদ্ধে অন্যায় হতে দেখলে আমি তার প্রতিবাদ করি। আমি কোন কাজ ব্যক্তি স্বার্থে করি না। আমি যা করি সবই দলের স্বার্থে। কেন মানুষ সরে যাবে দলের কাছ থেকে? আমি এখনই পিছনে ফিরে তাকানোর কথা ভাবছি না। সবসময় ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে চলতে চাই।”

About Author