Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

স্বামীজির জন্মদিনকে ঘিরে উত্তপ্ত কলকাতা, শুভেন্দুর পালটা মিছিল করবেন অভিষেক

মঙ্গলবার স্বামী বিবেকানন্দের জন্মদিবসকে কেন্দ্র করা রাজ্য রাজনীতির দুই যুযুধান শিবিরের যুদ্ধ এই বার কলকাতায়। মঙ্গলবার শহরের দুই প্রান্তের দুই মিছিলের নেতৃত্ব দেবেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।…

Avatar

মঙ্গলবার স্বামী বিবেকানন্দের জন্মদিবসকে কেন্দ্র করা রাজ্য রাজনীতির দুই যুযুধান শিবিরের যুদ্ধ এই বার কলকাতায়। মঙ্গলবার শহরের দুই প্রান্তের দুই মিছিলের নেতৃত্ব দেবেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান কালে যারা একে অপরের বিরুদ্ধে প্রকাশ্যেই গোলাগুলি ছুঁড়েছেন।

নতুন বছরের শুরুতেই বিজেপি জানিয়েছিল ১২ ই জানুয়ারি স্বামীজীর জন্মদিবসে শ্যামবাজার থেকে স্বামীজির জন্ম স্থান পর্যন্ত মিছিল করবে তারা। বিজেপিরতে যোগদানের পর এইদিন প্রথম কর্মসীচি নেওয়ার কথা শুভেন্দুর (Suvendu Adhikari)। সেই মতোই প্রস্তুতি শুরু করেছে বিজেপি। তবে স্বামীজীর জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত ঐ মিছিলে কোনও রাজনৈতিক পতাকা থাকবেনা বলেই সূত্রের খবত।। ‘ বিবেকের ডাক’ নাম নিয়েই আয়োজন করা হয়েছে এই মিছিল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সেই মিছিলেরই পালটা কর্মসূচি ঘোষণা করেছে তৃণমূল। রবিবার রাতে ঠিক হয়েছে যে উত্তর কলকাতায় বিজেপির ঐমিছিলের পালটা মিছিল করবে শাসক শিবির। গোলপার্ক থেকে হাজরা মোড় অবধি মিছিলের দায়িত্ব নেবেন শাসক শিবিরের সাংসদ অভিষেক (Abhishek Banerjee)। তার নেতৃত্বে আয়োজিত মিছিলে বৃহৎ সমাগমের উদ্দেশ্যে জোরকদমে শুরু হয়েছে প্রস্তুতি। অভিষেকের কালীঘাট দপ্তর থেকে দক্ষিণ কলকাতাই কেবল না আয়োজন চলছে উত্তর কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলি জেলাতেও।

মিছিলের শেষে হাওড়ায় হবে একটা পথসভাও। সেখানে বক্তৃতা দেবেন শাসক শিবিরের সাংসদ অভিষেক। দক্ষিণ কলকাতায় এক তৃণমূল নেতার বক্তব্য,”দিদির দল গঠনের সময় দক্ষিণ কলকাতা ছিল তৃণমূলের গড়। সেখানে বিশাল জমায়েত করে শুভেন্দুকে জবাব দিতে চলেছে তৃণমূল সাংসদ।

প্রসঙ্গত, গত ১৯ ডিসেম্বর বিজেপি-তে যোগ দেওয়ার দিন থেকেই অভিষেককে তাক করে ‘তোলাবাজ ভাইপো’ হটানোর ডাক দিয়েছেন শুভেন্দু। কখনও ডায়মন্ডহারবার, কখনও আরামবাগ, কখনও আবার গঙ্গারামপুরের জনসভা থেকে শুভেন্দুর নাম না করে তার জবাবও দিয়েছেন অভিষেক। কিন্তু কখনওই সম্মুখসমর বা ‘ম্যান মার্কিং’ করা হয়নি শুভেন্দুকে। বরং বেশিরভাগ ক্ষেত্রেই মমতা-অভিষেক বাদে তৃণমূলের দ্বিতীয় ও তৃতীয় সারির নেতারা সরাসরি আক্রমণ করেছেন নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ককে। কিন্তু ‘বিবেকের ডাক’-এ শুভেন্দুর উত্তর কলকাতায় মিছিলে থাকার ঘোষণা হওয়ায় তাঁকে আর জমি ছাড়তে চাইছেন না অভিষেক।

About Author
news-solid আরও পড়ুন