Today Trending Newsনিউজপলিটিক্সরাজ্য

নাটকীয় পরিবর্তন! ‘জয়ী’ ঘোষণার পর নন্দীগ্রামে পরাজিত মমতা, জিতেছে শুভেন্দু, বিতর্ক তুঙ্গে

শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে ১৬২২ ভোটের মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছে

Advertisement
Advertisement

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের ভোটগণনা ছিল আজকে। সকাল থেকে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর লড়াইয়ে সাপলুডু খেলা দেখা গিয়েছে। কোন সময় এগিয়ে যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আবার কোন সময় এগিয়ে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী। শেষ পর্যন্ত ঘোষণা করা হয় ১২০১ ভোটে শুভেন্দু অধিকারীকে পরাজিত করেছেন তৃণমূল জনোনেত্রী মমতা ব্যানার্জি। তবে তার কিছুক্ষণ পরেই পুরো ফলাফলের নাটকীয় পরিবর্তন ঘটে। বলা হয়, সার্ভারের সমস্যার জন্য সঠিকভাবে কিছু জানা যায়নি। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে নাকি ১৬২২ ভোটে জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই নিয়ে চরম বিতর্ক সৃষ্টি হলে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন তিনি নন্দীগ্রামে হেরে গিয়েছেন। সেইসাথে তিনি বলেন, “নন্দীগ্রাম যা রায় দেবে, তা আমি মাথা পেতে নেব।”

Advertisement
Advertisement

সেইসাথে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হারলেও দলের জয় সম্পর্কে খুশি হয়ে বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, “বাংলা জয়ের জন্য সকলকে অভিনন্দন। ন বাংলার জয় হলো এখানকার সাধারণ মানুষের জয়। বাংলা জগটা ভারতকে বাঁচিয়েছে এবং উদাহরণ হয়ে থাকছে।” সেইসাথে তিনি বিতর্কিত রেজাল্ট সম্বন্ধে আদালতে যাবার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, “আমার কাছে অভিযোগ রয়েছে যে রায় ঘোষণার পর কারচুপি করা হয়েছে।”

Advertisement

Advertisement
Advertisement

 

এত কিছুর মাঝেও সার্ভার সমস্যা বলে মমতার রেজাল্ট সম্বন্ধে এখনো ধোঁয়াশা রয়ে গেছে। নির্বাচন কমিশনের তরফ থেকে এখন অব্দি কোন বিবৃতি পাওয়া যায়নি এই সমন্ধে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার শোনার পর জানিয়েছিলেন, “গোটা রাজ্য একদিকে মত দিচ্ছে। কেন্দ্র অন্য মত দিচ্ছে, কেন? হঠাৎ করে কমিশনের ওয়েবসাইট বন্ধ থাকতে পারে। জয়ী ঘোষণা করে আবার অন্য কথা বলা হচ্ছে। কিছু একটা সেটিং রয়েছে।”

Advertisement

Related Articles

Back to top button