Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বারুইপুরের সভার পর দিল্লি উড়ে যেতে পারেন শুভেন্দু, ডেকে পাঠালেন অমিত শাহ

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার (JP Nadda) সঙ্গে বৈঠক করতে চলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। জানা যাচ্ছে আজকে বারুইপুরের সভার পর তিনি দিল্লি উড়ে…

Avatar

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার (JP Nadda) সঙ্গে বৈঠক করতে চলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। জানা যাচ্ছে আজকে বারুইপুরের সভার পর তিনি দিল্লি উড়ে যেতে পারেন এবং সেখানেই বাংলার আসন্ন বিধানসভা ভোট নিয়ে আলোচনা হতে চলেছে বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে। মূলত বাংলার বিধানসভা নির্বাচনে কিভাবে গেরুয়া শিবির তাদের নির্বাচনী লড়াই করবে নিয়ে তাদের মধ্যে বৈঠক হতে চলেছে। সম্ভবত, ২০১৯ এর ট্রেন্ড কে ধরে রেখে এবারে বিধানসভা ভোটে বৈতরণী পার করতে চাইছে গেরুয়া শিবির।

বিজেপির শীর্ষ নেতারা একটা সময় পর্যন্ত দিলীপ ঘোষ (Dilip Ghosh) এবং মুকুল রায় (Mukul Roy) এর উপরে ভরসা রেখেছিলো, কিন্তু এবারে দিলীপ এবং মুকুলের সঙ্গে এবারে শুভেন্দুকে একই জায়গায় রাখতে চলেছেন অমিত শাহ। আজ বারুইপুরের সভা থেকে শুভেন্দু অধিকারী দিল্লি উড়ে যেতে পারেন। সম্ভাবনা এই সভাতে প্রচুর নেতা দলবদল করতে চলেছেন। তৃণমূল বিধায়ক দীপক হালদার বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে জানা যাচ্ছে। যদিও দীপক হালদার এই ব্যাপারে কিছু স্পষ্ট করেননি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কয়েকদিন আগে তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেছিলেন, “তৃণমূল কংগ্রেস একটা কোম্পানি হয়ে গেছে। ওটা রাজনৈতিক দল নেই। যারা যারা রাজনৈতিক মর্যাদা চান, কর্মচারী হয়ে থাকতে চান না তারা তৃণমূল ত্যাগ করছেন।” কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনা আর কিছুদিনের মধ্যে ফাঁকা করে দেওয়ার চ্যালেঞ্জ দিলেন শুভেন্দু। এছাড়াও শুভেন্দু বললেন,” তৃণমূল কংগ্রেস কোম্পানি করার আর লোক থাকবে না। চাল চুরি করছে কে? ত্রিপল চুরি করছে কে? ভ্যাকসিন চুরি করছে কে? আর এখন ওদের নেত্রী শ্লোগানও চুরি করছে।”

About Author