Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নন্দীগ্রামে ‘খেলা হবে’, মমতার বিরুদ্ধে লড়বেন শুভেন্দুই

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে যুযুধান দু'পক্ষের মধ্যে দ্বন্দ্ব একেবারে চরমে। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হতে চলেছেন বিজেপির শুভেন্দু অধিকারী। শনিবার আনুষ্ঠানিকভাবে প্রথম দুই দফা ভোটের জন্য…

Avatar

By

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে যুযুধান দু’পক্ষের মধ্যে দ্বন্দ্ব একেবারে চরমে। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হতে চলেছেন বিজেপির শুভেন্দু অধিকারী। শনিবার আনুষ্ঠানিকভাবে প্রথম দুই দফা ভোটের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করে দিল ভারতীয় জনতা পার্টি।

আর সেখান থেকেই নন্দীগ্রামে মমতার সঙ্গে শুভেন্দু অধিকারী লড়াইয়ের ঘোষণা হয়ে গেল। শুভেন্দু বিজেপিতে যোগ দেবার পর থেকেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছিল পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম আসনটি। সেই আসনে জমি আন্দোলনকে কেন্দ্র করে রাজনীতির ময়দানে শিখরে উঠেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে অধিকারী পরিবারের গড় হিসাবে পরিচিত হয়ে যায় নন্দীগ্রাম।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অন্যদিকে, ময়না আসনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন বিজেপিতে যোগদান করা ক্রিকেটার অশোক দিন্দা। বিজেপিতে যোগদানের পর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল, অশোক দিন্দা কে প্রার্থী করা হতে পারে। ওই গুঞ্জনে এইদিন সীলমোহর দিল গেরুয়া শিবির।

তবে এখনো পর্যন্ত দিলীপ ঘোষকে প্রার্থী করা হবে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি। অনেকের মতামত খড়গপুর আসন থেকে দিলীপ ঘোষকে প্রার্থী করা হতে পারে। কিন্তু বিজেপি সূত্র থেকে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো ঘোষণা করা হয়নি বলেই এখনো পর্যন্ত পাওয়া খবর।

About Author