“আর কিছু ভোট পেলে ম্যাজিক ফিগারে পৌঁছে যাবে বিজেপি”, মন্তব্য শুভেন্দুর

আজ রাজ্যে পঞ্চম দফার ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে

Advertisement

Advertisement

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের পঞ্চম দফা নির্বাচন সম্পন্ন হলো আজ। আর বাকি তিন দফা নির্বাচন। পঞ্চম দফার নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তি ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে। শীতলকুচি ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়ে ফের উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় শূন্যে কেন্দ্রীয় বাহিনী গুলি চালালে তা নিয়ে দুপুরের দিকে বিস্তর জলঘোলা হয়। তবে নির্বাচন কমিশন দাবি করে যে কেন্দ্রীয় বাহিনী কোন গুলি চালায়নি। তবে আজ বকুলতলায় বোমার আঘাতে অচৈতন্য হয়ে পড়েছিলেন এক বিজেপি কর্মী এবং সেখানকার এক বুথে বিজেপির কর্মীকে মারধর করা হয়েছিল। আর বিজেপি কর্মীদের প্রতি অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

Advertisement

আজ অর্থাৎ শনিবার বীরভূমের ইলামবাজারের বিজেপির একটি জনসভা যোগদান করেছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি সেখান থেকেই তৃণমূলের বিরুদ্ধে কটাক্ষ করে বলেছেন, “তৃণমূলের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে মারপিট করা। পুলিশের একটা অংশ কয়লা, গরু, বালি থেকে করে খেয়েছে। এখন যখন তৃণমূল দেখছে মানুষ দলে দলে বেরিয়ে বিজেপিকে ভোট দিচ্ছে তখন ওরা আতঙ্কিত হয়ে রাজ্যে মারপিট করছে। যদি ভয় পাইয়ে কিছুটা হলেও ভোট কমানো যায়। তবে এতে কোনো লাভ হবে না। একুশে নির্বাচনের পর পশ্চিমবঙ্গে পরিবর্তন আসবে। আজ ১৮০ আসনে ভোট হয়ে গেল। আমার বিশ্বাস আর কয়েকটা ভোট পেলেই বিজেপি ম্যাজিক ফিগারে পৌঁছে যাবে।”

Advertisement

এছাড়াও তিনি এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেছেন, “ভাইপো মানুষের একটা কিডনি পেলেও সেটা ধরে বেচে দেবে। আমি তৃণমূলে ছিলাম যতদিন মমতা দিদিমনি ছিলেন। যেদিন তিনি পিসিমণি হয়েছেন তখনই দল ছাড়বো বলে ভেবে নিয়েছি।”এছাড়াও নিজে বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে ভোট প্রসঙ্গ তুলে বলেছেন, “নন্দীগ্রামে পিসিকে টাটা বাই বাই করে দিয়েছি। উনি বলেছিলেন খেলা হবে। তারপর তো নিজে ১ টায় খেলতে নামলেন। যাই হোক তৃণমূল নন্দীগ্রামে জিততে পারবেনা।”

Advertisement