Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নির্বাচনের প্রচারে লোক পাবেনা তৃণমূল, পুরুলিয়া থেকে বিস্ফোরক শুভেন্দু

পুরুলিয়া রোড শো থেকে আবারও তৃণমূলের বিরুদ্ধে নিশানা করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একুশে নির্বাচনের প্রচারে কোন লোক পাবেনা তৃণমূল, ঠিক এরকম ভাবেই এদিন পুরুলিয়া রোড শো থেকে বিস্ফোরক অভিযোগ…

Avatar

পুরুলিয়া রোড শো থেকে আবারও তৃণমূলের বিরুদ্ধে নিশানা করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একুশে নির্বাচনের প্রচারে কোন লোক পাবেনা তৃণমূল, ঠিক এরকম ভাবেই এদিন পুরুলিয়া রোড শো থেকে বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। তিনি বললেন, মধ্যরাতে গণনায় কারচুপি করছে তৃণমূল। আমি জানি কিভাবে তৃণমূল পঞ্চায়েতের ক্ষমতা দখল করেছে।

পুরুলিয়ায় এতদিন আসতেন তৃণমূলের ব্যানারে, এবারে এলেন একেবারে নতুন রূপে বিজেপি ব্যানারে। মুখ্যমন্ত্রীর জনসভা হবার আগে পুরুলিয়া কাশিপুরের নপাড়া এলাকা থেকে হুড খোলা জিপে করে রোড শো করলেন শুভেন্দু। রোড শো শেষে কাশীপুরে জনসভা। এতদিন পর্যন্ত যে এলাকায় শুভেন্দু গিয়েছেন সেটা ছিল তৃণমূলের গড় হিসেবে পরিচিত। শুভেন্দু নিজে একসময় জঙ্গলমহলে শাসক দলের পর্যবেক্ষক’ হিসেবে কাজ করতেন। তবে, গত লোকসভা নির্বাচনে জঙ্গলমহল থেকে পুরোপুরি উৎখাত হয়ে গিয়েছে তৃণমূল। সে নির্বাচনে সবকটি আসন পেয়েছিল বিজেপি। গেরুয়া শিবির থেকে জঙ্গলমহলে ভোটে জিতে এসেছেন প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো (Jyotirmoy Singh Mahato)। বারে বারে দলবদল এরপর শুভেন্দু অধিকারী সেই পুরুলিয়াতে। তবে এতদিন ছিলেন তৃণমূলের হয়ে, আজকে তিনি বিজেপি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কাশীপুরে নওপাড়া এলাকা থেকে বিজেপি শুরু করলনা তাদের রোড শো। একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে শুভেন্দু বললেন, ” ওরা মিথ্যে মামলা দিচ্ছে। আমি জানি এসব। খুব নিন্দনীয় ঘটনা। গত ভোটে মানুষ দুই হাত তুলে পদ্মে ভোট দিয়েছেন। আগামীতেও একই হবে। মানুষ এখানকার বিধায়ককে দূরে সরিয়ে দিয়েছেন। পঞ্চায়েত থেকে জেলা পরিষদ পর্যন্ত নিজের লোককে বসিয়ে দিয়েছেন বিধায়ক। আদর্শ নির্বাচন বিধি চালালে যদি তিনি প্রচারে বেরণ তাহলে তিনি কোনো লোক পাবেন না।’

অন্যদিকে ১৮ তারিখ নন্দীগ্রামে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ঠিক পরেরদিন ১৯ তারিখ খেজুরিতে পাল্টা সভা করবেন শুভেন্দু। সেদিন আবার পুরুলিয়াতে সভা করবেন মমতা (Mamata Banerjee)। তার আগেই নিজের কথা বলে দিয়ে এলেন শুভেন্দু।

About Author
news-solid আরও পড়ুন