নিউজরাজ্য

“তাড়াতে হবে না, ১৪ তলা থেকে নিজেই পালাবে”, ডিসেম্বর হুঁশিয়ারিতে নতুন কথা যোগ শুভেন্দুর

ডিসেম্বর মাসের ১২, ১৪ ও ২১ তারিখ ব্যাপক গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী

Advertisement
Advertisement

নতুন বছর শুরু হওয়ার আগে বাকি মাত্র ডিসেম্বরের এই কয়েকটা দিন। কিন্তু শেষ মাসের এই কয়েকটা দিনেই উথাল পাথাল হতে চলেছে রাজ্য রাজনীতি। এমনটাই বারংবার দাবি করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই গোটা রাজনৈতিক মহলের কাছে কৌতুহল এটাই যে বাকি ২১ দিনের মধ্যে কি এমন হতে চলেছে রাজ্য রাজনীতিতে? নিজের মন্তব্যে অনড় থেকেই গতকাল শুক্রবার পূর্ব মেদিনীপুরের একটি সভা থেকে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না নিয়ে বিরোধী দলনেতা কটাক্ষ করে বলেন, “তাড়াতে হবে না, ১৪ তলা থেকে নিজেই পালাবে।”

Advertisement
Advertisement

বছরের শেষে রাজ্য রাজনীতিতে এখন হট টপিক শুভেন্দু অধিকারীর ডিসেম্বর হুঁশিয়ারি। গতকালের আগেও ডিসেম্বর মাস নিয়ে বিভিন্ন ধরনের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী। কয়েকদিন আগে ডায়মন্ড হারবারের এক জনসভাতে গিয়ে খোলা চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন, “চলতি মাসেই আমি এইখানে বিজয়া করতে আসব।” আবার কখনো তিনি বলেছেন, “ডিসেম্বর মাসেই এই রাজ্যের সবথেকে বড় চোর ধরা পড়বে।”

Advertisement

গতকাল পূর্ব মেদনীপুরের সভা থেকে নাম না নিয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেন বিরোধী দলনেতা। সেইসাথে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা প্রসঙ্গ তুলে রাজ্য সরকারের আর্থিক অবস্থা সম্পর্কে কটাক্ষ করেছেন তিনি। তিনি বলেন, “এ মাসে আইসিডিএস কর্মীদের অ্যাকাউন্টে অর্ধেক টাকা ঢুকেছে। মা-বোনেদের কাছে খোঁজ নিয়ে দেখুন। আর ডিএ অর্ডারটা যদি হয়ে যায় তাহলে তো কথাই নেই। অর্ডার তো হবেই। তখন আর তাড়াতে হবে না। ১৪ তলা থেকে নিজেই পালাবে। একমাসে ২৩ হাজার কোটি টাকা দিতে হবে।” সেইসাথে বিরোধী দলনেতা জল্পনা বাড়িয়ে আরও বলেছেন যে ডিসেম্বর মাসের ১২, ১৪ ও ২১ তারিখ ব্যাপক গুরুত্বপূর্ণ হতে চলেছে। কি হবে আগামী ১২ ডিসেম্বর? সত্যিই কি কিছু হতে চলেছে না এ কেবল বিরোধী দলনেতার ফাঁকা আওয়াজ? সেই নিয়ে এখন তুমুল চর্চা চলছে রাজ্য রাজনৈতিক মহলে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button