Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Suvendu Adhikari: খেলা এবারে আমি দেখাবো, নন্দীগ্রামের প্রসঙ্গ তুলে হুংকার শুভেন্দু, কাকে আক্রমণ করলেন বিরোধী দলনেতা?

না আছে লাজ আর না আছে লজ্জা, এই ভাবেই এবারে রাজ্য সরকারকে সরাসরি আক্রমণ করলেন নন্দীগ্রাম মামলার অন্যতম আবেদনকারী তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় বাহিনী ইস্যু হোক বা…

Avatar

না আছে লাজ আর না আছে লজ্জা, এই ভাবেই এবারে রাজ্য সরকারকে সরাসরি আক্রমণ করলেন নন্দীগ্রাম মামলার অন্যতম আবেদনকারী তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় বাহিনী ইস্যু হোক বা কমিশনের ভূমিকা, সবকিছু নিয়েই আদালত অসন্তুষ্ট, কলকাতা হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছেন শুভেন্দু। সেই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বললেন, ‘রাজ্য নির্বাচন কমিশনার নির্লজ্জ। রাজ্য সরকারও তাই। কলকাতা হাইকোর্ট এবং দেশের সর্বোচ্চ আদালত যেভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্তপাত বন্ধ করতে যেভাবে এগিয়ে এসেছে তা এক কথায় প্রশংসনীয়’।

তৃণমূলকে নিশানা করে শুভেন্দু বলছেন, পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের সময় শেষ হয়ে যাওয়ার পরেও মনোনয়ন পেশ করছে তৃণমূল। আর এতে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা এবং অন্যান্য বিডিও-রা যুক্ত বলেও তিনি দাবি জানিয়েছেন। কমিশন ও সরকারের এই ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করে তাদেরকে শীঘ্রই সিবিআই তদন্তের আওতায় আনা উচিত বলেও দাবি জানাচ্ছেন তিনি। সামান্য লজ্জা থাকলেও তার চেয়ার থেকে সরে যাওয়া উচিত বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন শুভেন্দু।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

শুভেন্দু কার্যত হুঁশিয়ারির সুরে বুধবার বলেন,’ বিধানসভা ভোটে নন্দীগ্রামের ৫৩ টা বুথে আমাকে প্রচার করতে দেওয়া হয়নি। এবার সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। খেলা এবার আমি দেখাব’। কলকাতা হাইকোর্টের তরফে পঞ্চায়েত ভোটে নথি বিকৃত করার অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশকেও স্বাগত জানিয়ে শুভেন্দু বলেন,’ মনোনয়ন পর্বে পুলিশ প্রশাসনের একাংশকে সাথে নিয়ে ব্যাপক কারচুপি করেছে কমিশন’।

About Author