Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

চুপিসারে বোনের বিয়েতে কলকাতাতে সুস্মিতা সেন, ভাইরাল বিয়ের ছবি

সম্প্রতি চুপিসারে পশ্চিমবঙ্গের কোন্নগরে এসেছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী ও অভিনেত্রী সুস্মিতা সেন ( susmita sen)।  তাঁর সঙ্গে এসেছিলেন তাঁর বাবা, মা, সুস্মিতার ভাই রাজীব সেন (Rajib sen), রাজীবের স্ত্রী অভিনেত্রী চারু…

Avatar

সম্প্রতি চুপিসারে পশ্চিমবঙ্গের কোন্নগরে এসেছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী ও অভিনেত্রী সুস্মিতা সেন ( susmita sen)।  তাঁর সঙ্গে এসেছিলেন তাঁর বাবা, মা, সুস্মিতার ভাই রাজীব সেন (Rajib sen), রাজীবের স্ত্রী অভিনেত্রী চারু আসোপা (charu asopa), সুস্মিতার দুই মেয়ে রেনে (Rene) ও অ্যালিসা (Ayalisa) এবং সুস্মিতার বয়ফ্রেন্ড রহমান শল (Rohman shawl)।  সুস্মিতার জেঠতুতো বোন ঐন্দ্রিলা সেন (oindrila sen)-এর  বিয়ে উপলক্ষ্যে কোন্নগরে এসেছিলেন সেন পরিবার।  সাধারণ সালোয়ার কামিজ পরেও সুস্মিতা ছিলেন একইরকম গ্ল‍্যামারাস। বাঙালি বিয়ের রীতি অনুযায়ী কনে ঐন্দ্রিলার বিয়ের পিঁড়ি ধরেছিলেন রাজীব ও রহমান। সমস্ত ডায়েট ভুলে পাত পেড়ে চিতল মাছের মুইঠ‍্যা ও মাটন কারি খেলেন সুস্মিতা। রেনে ও চারু ব্যস্ত ছিলেন সেলফি তুলতে। সুস্মিতার স্টারডমের লেশমাত্র দেখা যায়নি বিয়েবাড়িতে। সেখানে  বিশ্বসুন্দরী নয়, সুস্মিতা ছিলেন সেন পরিবারের মেয়ে ও ঐন্দ্রিলার দিদি। নেতাজী সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়কপথে গাড়ী করে সুস্মিতা ও তাঁর পরিবার পৌঁছে গিয়েছিলেন কোন্নগরে। মিডিয়ার কাছে ঘুণাক্ষরেও পৌঁছয়নি সুস্মিতার ঝটিকা সফরের খবর। কিন্তু ঐন্দ্রিলা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তাঁর বিয়ের ছবি। ঐন্দ্রিলা ছবিগুলি শেয়ার করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়।  সবাই জানতে পারেন, সুস্মিতা এসেছিলেন কোন্নগরে।

চুপিসারে বোনের বিয়েতে কলকাতাতে সুস্মিতা সেন, ভাইরাল বিয়ের ছবি

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সুস্মিতা ও রহমান এই মুহূর্তে লিভ-ইন রিলেশনশিপে রয়েছেন। সুস্মিতার আঙুলের হিরের আংটি  রহমানের পরানো এনগেজমেন্ট রিং নয়। সুস্মিতা মিস ইউনিভার্স থাকাকালীন একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি হিরে পরতে পছন্দ করেন। এই কারণে সুস্মিতাকে প্রায়ই বিভিন্ন ধরনের হিরের আংটি পরেন। এখনও অবধি নেটিজেনরা তাঁর তিরিশটি হিরের আংটির সঙ্গে তাঁর বিয়ের লিঙ্ক-আপ করেছেন।  রহমানকে সুস্মিতার পরিবারের সকলেই অত্যন্ত পছন্দ করেন।  সুস্মিতার মেয়েরা রহমানকে ‘পাপা’ বলেই ডাকেন। 44 বছরের সুস্মিতা 29 বছরের রহমানকে প্রথমে পছন্দ না করলেও রেনে ও অ্যালিসার তাঁকে খুব পছন্দ হয়েছিল।  প্রকৃতপক্ষে সুস্মিতা কোনোদিন ভাবেননি, তাঁর থেকে বয়সে ছোট একটি ছেলে তাঁর বয়ফ্রেন্ড হতে পারেন।  কিন্তু ধীরে ধীরে বরফ গলেছে। রহমানের সঙ্গে সম্পর্কের জন্য তির্যক মন্তব্য শুনতে হয়েছে সুস্মিতাকে।  কিন্তু সুস্মিতার পরিবার ও রহমান তাঁকে ভালোবেসে সবকিছু ভুলিয়ে দিয়েছেন।

চুপিসারে বোনের বিয়েতে কলকাতাতে সুস্মিতা সেন, ভাইরাল বিয়ের ছবি

কিছুদিন আগে একটি মিউজিক ভিডিওতে ডেবিউ করেছেন রহমান। মিউজিক ভিডিওতে পাপন(papon)-এর গাওয়া ‘মওলা’ গানে রহমানের সঙ্গে অভিনয় করেছেন অভিনেত্রী এরিকা ফার্নান্ডেজ( Erika Fernandez)। মিউজিক ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে। রহমান ও এরিকা জুটিও নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছেন।  ইন্সটাগ্রামে নিজের পার্সোনাল প্রোফাইলে মিউজিক ভিডিওটি শেয়ার করে ক্যাপশন দিয়ে সুস্মিতাকে ধন্যবাদ জানিয়েছেন রহমান।  এছাড়া এই মিউজিক ভিডিওটি তিনি রেনে, অ্যালিসা সহ পরিবারের সবাইকে উৎসর্গ করেছেন।

About Author