Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বয়স মাত্র ২১! বলিউডে অভিষেক হতে চলেছে সুস্মিতা সেনের কন্যা রেনের

সুস্মিতা সেন, বয়স ৪৪। মাত্র ১৮ বছর বয়সে ফেমিনা মিস ইন্ডিয়া-এর মুকুট জয় করেন এবং পরে মিস ইউনিভার্স (১৯৯৪)-এর মুকুট জয় করেন। এখনও তিনি অধরা, অবিবাহিত অথচ দুই সন্তানের মা…

Avatar

সুস্মিতা সেন, বয়স ৪৪। মাত্র ১৮ বছর বয়সে ফেমিনা মিস ইন্ডিয়া-এর মুকুট জয় করেন এবং পরে মিস ইউনিভার্স (১৯৯৪)-এর মুকুট জয় করেন। এখনও তিনি অধরা, অবিবাহিত অথচ দুই সন্তানের মা তিনি। দত্তক নিয়েছিলেন দুই কন্যা সন্তানকে। আজ তাঁরা পরিণত। এবারে সুস্মিতার বড় মেয়ে রেনে অভিনয়ের জগতে পা রাখতে চলেছেন। রেনে এখন ২১ বছরের তরুণী।বয়স মাত্র ২১! বলিউডে অভিষেক হতে চলেছে সুস্মিতা সেনের কন্যা রেনেরপড়াশোনা শেষ করেই রেনে (Renee Sen) নেমে পড়লেন রূপোলী দুনিয়ায়।বয়স মাত্র ২১! বলিউডে অভিষেক হতে চলেছে সুস্মিতা সেনের কন্যা রেনেরসূত্রের খবর, রেনের প্রথম ছবির নাম ‘সুতাবাজি’। ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে খুব শীঘ্র।বয়স মাত্র ২১! বলিউডে অভিষেক হতে চলেছে সুস্মিতা সেনের কন্যা রেনেরএই ছবিটির বাবা-মা’র চরিত্রে অভিনয় করেছেন কমল ছাবরিয়া এবং রাহুল বোহরা। ছবিটি পরিচালনা করছেন কবীর খুরানা।
 
View this post on Instagram
 

#Suttabaazi Day 1

A post shared by kªƁǝǝƦ khuƦªƝª (@kabeerkhuranaofficial) on

সূত্রের খবর, মা-মেয়ের সম্পর্কের উপর ভিত্তি করে এই সিনেমা তৈরি। ছটফটে বাহিরমুখি মেয়ে ও রক্ষণশীল মায়ের গল্প নিয়ে এই সিনেমার পটভূমি তৈরি।
About Author