তবে মঙ্গলবার ফের ফ্যানেদের নজর কাড়লেন অপুর নয়া ইনস্টাগ্রাম পোস্ট। এবারে নিজের মনের মানুষের ছবি প্রকাশ করলেন অভিনেত্রী। জানালেন কাকে দেখলে তাঁর মন বারবার ধুকপুকানি বেড়ে যায়নি। কে সুন্দরী সুস্মিতার ক্রাশ? ইনি আর কেউ নন সকলের প্রিয় কৃষ্ণ ওরফে অভিনেতা সুমেধ মুদগালকার। স্টার ভারতের জনপ্রিয় ধারাবাহিক ‘রাধাকৃষ্ণ’তে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন এই মরাঠি অভিনেতা।বাংলাতেও অত্যন্ত জনপ্রিয় এই ধারানাহিক। ডান্স রিয়ালিটি শো-এর মাধ্যমে খ্যাতির শীর্ষে উঠে এসে অভিনয়তেও ছক্কা হাঁকান। আর হ্যান্ডস তারকার অনুরাগীর সংখ্যা ভূ-ভারতে কম নেই! শ্রীকৃষ্ণের চরিত্রে যে দক্ষতার সঙ্গে নিজের অভিনয় ফুটিয়ে তুলেছেন সুমেধ আর তাতে আট থেকে আশি- সকলেই তাঁর বিগ ফ্যান। মঙ্গলবার ছিল সুমেধের জন্মদিন, আর বিশেষ দিনে সুস্মিতা জন্মদিনের শুভেচ্ছা জানান। এরপর সুস্মিতার অনুরাগীরা ভালোবাসা জানিয়েছেন। অনেকে সুমেধকে নিজেদের ক্রাশ বলেছেন।
Susmita Dey: কোন টেলিভিশন তারকাকে নিজের ক্রাশ বলে পরিচয় দিলেন ‘অপরাজিতা অপু’ খ্যাত সুস্মিতা!
রাত ৮ঃ৩০ বাজতেই মিঠাই শেষ অপরাজিতা অপু সম্প্রচার শুরু হয়। আর এই ধারাবাহিকে মিষ্টি অপুকে তো সবাই ভালোবেসে ফেলেছে খুব তাড়াতাড়ি। অপু যেমন মিষ্টি তেমনি ডানপিটে স্বভাবের। অন্যায়ের বিরুদ্ধে রুখে…

By

আরও পড়ুন