Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভাইয়ের জন্মদিনে বড় ঘোষণা সুশান্তের দিদির, জানুন কী ঘোষণা করলেন তিনি

21 শে জানুয়ারি, বলিউডের সবচেয়ে সম্ভাবনাময়, ইনটেলিজেন্ট অভিনেতা সুশান্ত সিং রাজপুত (sushant singh Rajput)-এর জন্মদিন। ‘প্রয়াত’ শব্দটি নাহয় সবার প্রিয় ‘সুশি’-র নামের পাশে নাই বা লেখা হলো, অন্তত 21 শে…

Avatar

21 শে জানুয়ারি, বলিউডের সবচেয়ে সম্ভাবনাময়, ইনটেলিজেন্ট অভিনেতা সুশান্ত সিং রাজপুত (sushant singh Rajput)-এর জন্মদিন। ‘প্রয়াত’ শব্দটি নাহয় সবার প্রিয় ‘সুশি’-র নামের পাশে নাই বা লেখা হলো, অন্তত 21 শে জানুয়ারির জন্য! শিল্পীর তো মৃত্যু হয় না। তিনি বেঁচে থাকেন তাঁর শিল্পের মধ্যে। সুশান্তের অনুরাগীদের মত তাঁর পরিবারের কাছেও তাঁর অভিনীত ফিল্ম ও অগুণতি ফেলে যাওয়া স্মৃতিই বেঁচে থাকার রসদ। সুশান্ত মহাকাশ ভালোবাসতেন।  চাঁদে জমি কিনেছিলেন তিনি। তাঁর চৌত্রিশ বছরের স্বল্পায়ু জীবনে কেনা সবচেয়ে দামি জিনিসটি হলো টেলিস্কোপ যার মাধ্যমে ঘন্টার পর ঘন্টা চোখ রেখে আকাশের তারা দেখতেন ‘সুশি’। এই বছর ছিল সুশান্তের পঁয়ত্রিশ বছরের জন্মদিন। তাঁর জন্মদিনে ভাইয়ের স্মৃতি অমর করে রাখতে তাঁর দিদি শ্বেতা সিং কীর্তি (sweta singh kirti) অ্যাস্ট্রোফিজিক্স-এর ছাত্র-ছাত্রীদের জন্য ঘোষণা করলেন 35 হাজার মার্কিন ডলারের স্কলারশিপ, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে পঁচিশ লক্ষ টাকা। ইউসি বার্কলেতে পড়তে আসা অ্যাস্ট্রোফিজিক্সের স্টুডেন্টরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। শ্বেতা এই স্কলারশিপের কথা ঘোষণা করার সময় ইন্সটাগ্রামে লিখেছেন, তিনি খুশি তাঁর ভাইয়ের স্বপ্ন পূরণের দিকে কয়েক পা এগিয়ে যেতে পেরে। শ্বেতা তাঁর ভাইকে জন্মদিনের অনেক শুভেচ্ছা জানিয়েছেন। সম্প্রতি সুশান্তের পরিবার, সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে (Ankita lokhande) ও সুশান্তের কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু মিলে তৈরী করেছেন ‘দ্য সুশান্ত সিং রাজপুত মেমোরিয়াল ট্রাস্ট’। অর্থাভাবে সমাজের বিভিন্ন ক্ষেত্রে যাঁরা তাঁদের কেরিয়ার গঠন করতে পারছেন না, তাঁদের সাহায্য করবে এই ট্রাস্ট। বহু দূরে আকাশের কোনো কোণে তারাদের দেশ থেকে ‘সুশি’ দেখছেন, কিভাবে তাঁর স্বপ্ন ধীরে ধীরে পূরণ হচ্ছে।

গত বছর সমস্ত আলোকে পিছনে ফেলে অভিনেতা সুশান্ত সিং রাজপুত  পাড়ি দিয়েছেন অপার্থিব লোকে। কিন্তু প্রতি মুহূর্তে তাঁর পরিবার, অনুরাগীরা ও তাঁর ঘনিষ্ঠরা মনে করেন ‘সুশি’র কথা।  এইসব নস্টালজিয়ার মধ্যেই কিছুদিন আগে  সুশান্তের দিদি শ্বেতা সুশান্তের নিজের হাতে লেখা একটি চিঠি শেয়ার করেছিলেন ইন্সটাগ্রামে। সুশান্তের এই চিঠিটি নিজেকে উদ্দেশ্য করে লেখা একটি চিঠি।  চিঠিতে নিজের উদ্দেশ্যে  মুক্তাক্ষরে সুশান্ত লিখেছেন, তাঁর তিরিশ বছরের জীবনের প্রতিটি মুহূর্ত কিছু  হয়ে ওঠার জন্য ব্যয় করেছিলেন তিনি। তিনি জানিয়েছেন, টেনিস ও স্কুলের রেজাল্ট তিনি বরাবর ভালো করতে চাইতেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কিন্তু চিঠির কয়েকটি লাইন প্রশ্ন জাগাচ্ছে সুশান্ত-অনুরাগীদের মধ্যে। সুশান্ত লিখেছেন, তাঁর বর্তমান অবস্থান ঠিক নেই। তিনি লিখেছেন, তাঁর খেলাটা ভুল ছিল। আসলে তিনি বুঝতে পারেননি, নিজেকে খোঁজাটা ছিল আসল খেলা।  সুশান্তের চিঠির এই কয়েকটি লাইন থেকে মনে হচ্ছে, তিনি কোনো জালে জড়িয়ে পড়েছিলেন। যদি তিনি সত্যিই আত্মঘাতী হয়ে থাকেন তাহলে তা জাল থেকে বেরোনোর উপায় না দেখেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন।  এমনও হতে পারে, যদি সুশান্ত সত্যিই আত্মঘাতী হয়ে থাকেন, তাহলে তাঁকে হয়তো বাধ‍্য হয়ে এই কাজ করতে হয়েছে।  বিভিন্ন মহিলাদের সঙ্গে বিভিন্ন সময়  সম্পর্কে জড়িয়েছেন সুশান্ত।  কিন্তু বলিউডের রাজনীতি ও চোরাগোপ্তা মাদকচক্রের সঙ্গে তিনি যে এভাবে জড়িয়ে যাবেন, তা তিনি ভাবতেও পারেননি।  তিনি যদি আত্মহত্যা না করতেন, তাহলে হয়তো আরো খারাপ পরিণতি অপেক্ষা করছিল তাঁর জন্য। ধীরে ধীরে উন্মোচিত হবে সুশান্তের মৃত্যু রহস্য। সুশান্তের মৃত্যু আত্মহত্যা হয়ে থাকলেও অনায়াসেই বোঝা যাচ্ছে তার পিছনে রয়েছে গূঢ় কারণ। শ্বেতা তাঁর ভাইয়ের চিঠিটি ইন্সটাগ্রামে পোস্ট করে ক্যাপশন দিয়ে লিখেছেন, সুশান্ত অত্যন্ত গভীরতা নিয়ে ভাবতেন।

গত বছর 14 ই জুন মৃত্যু হয়েছে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের।  কুপার হসপিটালে তাঁর  প্রাথমিক পোস্টমর্টেম রিপোর্টে আত্নহত‍্যার তত্ত্ব উঠে এলেও তাঁর পরিবার মানতে পারেননি।  সুশান্তের পরিবারের দাবিতে এবং বিজেপির রাজনৈতিক চাপের মুখে পড়ে মুম্বই পুলিশ সুশান্তের মৃত্যুর তদন্তভার সমর্পণ করে সিবিআই-কে।  সুশান্তের পোস্টমর্টেমের দায়িত্ব দেওয়া হয় দিল্লীর এইমস-কে।  কিন্তু কয়েক মাস আগে এইমস ও সিবিআই-এর তরফে জানানো হয়, সুশান্তের দ্বিতীয় পোস্টমর্টেম রিপোর্টেও দেখা যাচ্ছে, সুশান্ত আত্মঘাতী হয়েছেন।  কিন্তু সুশান্তের পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা জানান,   সুশান্তের পোস্টমর্টেম রিপোর্টকে  প্রভাবিত করা হচ্ছে।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্যের হাত ধরেই উন্মোচিত হয় বলিউডের চোরাগোপ্তা মাদকচক্র।  নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি গ্রেফতার করে সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী (Reha Chakraborty)ও তাঁর ভাই সৌভিক চক্রবর্তী (souvik Chakraborty)- কে।  28 দিন জেলে কাটানোর পর রিয়া আপাতত জামিনে মুক্ত হলেও তাঁকে প্রতিদিন থানায় হাজিরা দিতে আদেশ দিয়েছে আদালত। আদালত জানিয়েছে, রিয়া মুম্বইয়ের বাইরে কোথাও যেতে পারবেন না। কিছুদিন আগে জামিনে ছাড়া পেয়েছেন  রিয়ার ভাই সৌভিকও।  এছাড়াও বলিউডের রথী-মহারথীদের জেরা করা হচ্ছে।  নজরে রয়েছেন করণ জোহর (karan johar)ও মহেশ ভাট(Mahesh Bhatt)-এর মত সেলিব্রিটি।  সারা আলি খান (sara ali khan) ও শ্রদ্ধা কাপুর(sradhdha Kapoor)-এর মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে এনসিবি।  জেরা করা হচ্ছে অর্জুন রামপাল (Arjun Rampal) ও তাঁর বান্ধবীকে।

অপরদিকে সিবিআই অফিসার নুপুর প্রসাদ (Nupur prasad)-এর একটি চিঠি টুইটারে পোস্ট করেছেন বিজেপি নেতা ও রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী (subbrambhanyam swami)। চিঠিতে নুপুর প্রসাদ জানিয়েছেন,  সিবিআই বৈজ্ঞানিক কৌশল ও উন্নত মানের ফরেন্সিক প্রযুক্তি ব্যবহার করে নিখুঁত ও পেশাদারিত্ব-এর সঙ্গে তদন্ত চালাচ্ছে।   তদন্ত এখনও সম্পূর্ণ হয়নি। এই কারণে সিবিআই কোনো সম্ভাবনাকে খারিজ করছে না।

এদিকে সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি  এবং প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে সোশ্যাল মিডিয়ায়  নতুন করে ‘জাস্টিস ফর সুশান্ত সিং রাজপুত’ ক‍্যাম্পেন শুরু করেছেন।  সুশান্তের পরিবার ও অনুরাগীরা সুশান্তের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে বিভিন্ন প্রচেষ্টা করে চলেছেন। আপাতত ভারতবর্ষ অপেক্ষায় রয়েছে তার ভূমিপুত্র সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্য উদঘাটনের।

About Author