Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

চার মেয়ের পর এক ছেলের আশায় তিন বছর প্রার্থনা করেছিলেন সুশান্তের বাবা-মা

সুশান্ত সিং রাজপূত ছিলেন বড় আদরের। চার মেয়ের পর একমাত্র ছেলে ছিল সুশান্ত। আর পরপর চার মেয়ের পর সুশান্তের বাবা ও মা এক ছেলের আশায় তিন বছর ধরে ভগবানের কাছে…

Avatar

সুশান্ত সিং রাজপূত ছিলেন বড় আদরের। চার মেয়ের পর একমাত্র ছেলে ছিল সুশান্ত। আর পরপর চার মেয়ের পর সুশান্তের বাবা ও মা এক ছেলের আশায় তিন বছর ধরে ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন। মানত ও করেছিলেন। আর তারপরেই অপেক্ষার পর মায়ের কোলে এসেছিলেন সুশান্ত। অভিনেতাকে নিয়ে এতদিন কিছু না বললেও এবার তিনি মুখ খুললেন।

সুশান্তের জীবনের অনেক কিছুই তিনি প্রকাশ করেছেন। তিনি বলেছেন , সুশান্তের ওপর কোনো পারিবারিক চাপ ছিল না। কোনো দিন কোনো অসুবিধায় তাঁকে পড়তে হয়নি। বরাবর সুশান্ত পড়াশুনায় তুখোড় ছিলেন। নিজের ইচ্ছাতেই অভিনয় জগতে পা দিয়েছেন। সুশান্তের সাথে অঙ্কিতার সম্পর্ক নিয়েও তিনি কথা বলেছেন। তিনি বলেন যে অঙ্কিতা পাটনার বাড়িতেও এসেছিলেন। তার সাথে সুশান্তের বিয়ের কথা হয়েছিল ২০১৬-র শেষের দিকে। কিন্তু ২০১৬-র শুরুতেই তাঁদের দীর্ঘ ৬ বছরের সম্পর্ক ভেঙে যায়। অঙ্কিতা ও সুশান্তের বিচ্ছেদের প্রসঙ্গে তিনি বলেন, “ইয়ে তো সংযোগ হ্যায়। যো হোনা হোতা হ্যায় ও হোতা হ্যায়।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সুশান্তের বাবা এটাও বলেছেন যে তিনি রিয়াকে চিনতেন না। সুশান্ত বলেছিলেন যে করোনার জন্য এখন বিয়ে করা যাবে না। একটা ছবিও হাতে আছে। পরের বছর ফেব্রুয়ারি-মার্চ নাগাদ দেখা যাবে। এটাই ছিল সুশান্তের সাথে তাঁর বাবার শেষ কথোপকথন। সুশান্তের বাবা জানতেন না যে সুশান্ত মানসিক অবসাদে ভুগছেন। মৃত্যুর তিনদিন আগে বাবার সাথে শেষ কথা হয় সুশান্তের।

About Author