কৌশিক পোল্ল্যে: আজ প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অস্থি বিসর্জন করা হলো গঙ্গা নদীতে। ঘনিষ্ঠজন সহ পরিবারের সদস্যদের উপস্থিতিতে নৌকাবিহারে অভিনেতার অস্থি জলে ভাসিয়ে দেওয়া হয়।
শেষকৃত্যের এই অনুষ্ঠান চলাকালীন সকলের চোখে ছিল জল। এমন প্রাণবন্ত তরতাজা একটি প্রাণ এভাবে নিমেষে ধুলিস্যাৎ হয়ে যাবে তা বোধহয় কল্পনাও করতে পারেনি কেউ। শরীরের শেষ অংশ অস্থিটুকুও বিলীন হয়ে গেল গঙ্গাসলিলে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now
এর সাথে সাথে অভিনেতার শ্রাদ্ধানুষ্ঠানের দিনটিও ঠিক হয়ে গেল ২৬ শে জুন তারিখে। তার মৃত্যুতে বলিউডের একপ্রকার পর্দা ফাঁস হলো একথা বলা চলে। গোটা দেশ ফুসছে অভিনেতার ক্যারিয়ার ধ্বংস করে দেওয়া প্রথম সারির পরিচালক-প্রযোজকদের বিরুদ্ধে। যদিও অভিনেতার মৃত্যু নিয়ে ক্রমশ তদন্ত আরও জোরালো হচ্ছে, প্রকাশ্যে আসছে বহু নতুন তথ্য।
