Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মনে একরাশ দুঃখ নিয়ে মায়ের জন্য কবিতা লিখেছিলেন সুশান্ত

কৌশিক পোল্ল্যে: মাকে দেওয়া কথা রাখতে পারেননি প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত, সে কথা আগেই প্রকাশিত হয়েছে। তবে মৃত্যুর আগে মাকেই সবচেয়ে বেশি মনে পড়েছিল তার। এই বিষয়ে সাক্ষী হিসেবে…

Avatar

কৌশিক পোল্ল্যে: মাকে দেওয়া কথা রাখতে পারেননি প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত, সে কথা আগেই প্রকাশিত হয়েছে। তবে মৃত্যুর আগে মাকেই সবচেয়ে বেশি মনে পড়েছিল তার। এই বিষয়ে সাক্ষী হিসেবে আজও বর্তমান ইনস্টাগ্রামে করা অভিনেতার শেষ পোস্টটি, যেটি তার মাকে উদ্দেশ্য করেই লেখা। চোখে জল, উদাসী মন, তার মায়ের সাদাকালো একটি ছবির সঙ্গে নিজের একটি ছবি কোলাজ করে মা কে উদ্দেশ্য করে অভিনেতা নিজের মনের কথা প্রকাশ করেছিলেন। অতীত এবং কঠিন বর্তমানের সঙ্গে দোটানায় পড়েছিলেন সুশান্ত। চোখের জল বাষ্প হয়ে উবে যাওয়ার উল্লেখ ছিল সেই কবিতায়। চরম কঠিন পরিস্থিতিতে হয়তো এমনটাই ঘটে।

তবে মৃত মাকে কতখানি ভালোবাসতেন অভিনেতা তার প্রমান মিলল আবারো। সুশান্তের ঘরে তল্লাশি চালিয়ে পাওয়া গেল এক নোটবুক যেখানে নিজের মাকে উদ্দেশ্য করে তিনি লিখেছিলেন এক সুন্দর কবিতা, যার ছবি বর্তমানে নেট দুনিয়ায় ভাইরাল। কবিতার আবেগঘন লাইনগুলি কি ছিল? চলুন জেনে নেয়া যাক।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

২৭শে আগস্ট, ২০১৬ সালে সুশান্ত লিখছেন, “ যত দিন তুমি ছিলে আমিও ছিলাম, এখন শুধুই তোমার স্মৃতি নিয়ে আমি জীবিত রয়েছি। একটি ছায়ার মতো কিংবা বাক্যবাণ। সময় এখানে বহমান নয়। এটি সুন্দর, এটি চিরন্তন। তোমার মনে আছে? তুমি প্রতিজ্ঞা করেছিলে যে তুমি চিরকাল আমার সঙ্গে থাকবে। আমিও প্রতিজ্ঞা করেছিলাম আমি সর্বদা হাসিখুশি থাকব সে যাই হয়ে যাক না কেন। এখন মনে হচ্ছে আমরা দুজনেই ভুল ছিলাম মা।”

সম্ভবত এই সময় থেকেই অভিনেতার মনে অবসাদের কালো ছায়া বাসা বাঁধতে শুরু করেছিল যা তিনি প্রকাশ করতে পারেননি, তাই সবটাই মাকে উৎসর্গ করে লিখে রেখেছিলেন খাতায়। কলমবন্দী সেই লেখনি আজ উন্মুক্ত গোটা পৃথিবীর কাছে, কিন্তু চলে গিয়েছে সেই প্রাণবন্ত সদাহাস্য বছর চৌত্রিশের ছেলেটি। যার ক্ষুরধার অভিনয়ের দৌড় হয়তো আরও খানিকটা প্রশস্ত ছিল যা অকালেই থেমে গেল, বরং বলা ভালো থামিয়ে দেওয়া হল।

About Author