Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

গ্রেফাতার হতে পারেন সুশান্তের দুই দিদি, এ কী করল রিয়া চক্রবর্তী?

কিছুদিন আগেই ১ লক্ষ থাকা বন্ডে মুক্ত হয়েছেন সুশান্ত সিং রাজপুতের চর্চিত বান্ধবী রিয়া চক্রবর্তী। ফিরে এসেই চণ্ডী মূর্তি নেন রিয়া। ভাই সৌভিক এখনও জামিন পাননি। মা বাবার সঙ্গে আপাতত…

Avatar

কিছুদিন আগেই ১ লক্ষ থাকা বন্ডে মুক্ত হয়েছেন সুশান্ত সিং রাজপুতের চর্চিত বান্ধবী রিয়া চক্রবর্তী। ফিরে এসেই চণ্ডী মূর্তি নেন রিয়া। ভাই সৌভিক এখনও জামিন পাননি। মা বাবার সঙ্গে আপাতত একাই রয়েছেন অভিনেত্রী। বাইকুল্লা জেল থেকে আসার পর থেকেই উকিলের সঙ্গে একযোগে বদলা নেওয়ার মনভাব প্রকাশ করেন রিয়া। যারা তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন তাঁদের প্রত্যেকের উপর নজর রয়েছে বলে জানিয়েছেন উকিল ও মক্কেল। এবারে সেই কোপ গিয়ে পড়ে সুশান্তের দুই দিদির উপর। উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর রিয়া চক্রবর্তী সুশান্তের দুই দিদি প্রিয়ঙ্কা সিং এবং মিতু সিং এর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেন।

সুশান্তের দুই দিদির পক্ষে আদালতে হাজির হন আইনজীবী মাধব থোরাত। তিনি জানান যেকোনো মুহূর্তে এই দুইজনকে গ্রেফতার করতে পারে সিবিআই। এখানে, আবেদনে প্রিয়ঙ্কা ও মিতু অন্তর্বর্তীকালীন স্বস্তি চেয়েছেন। অন্যদিকে, রিয়া চক্রবর্তী আদালতের কাছে আর্জি জানিয়েছেন যে, সুশান্তের দুই দিদির বিরুদ্ধে তোলা অভিযোগ যথেষ্ট গুরুত্বপূর্ণ আর সেগুলোর প্রকৃত তদন্ত হওয়া উচিত।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এক্ষেত্রে রিয়ার দাবী, সুশান্তের দুই দিদি দুই দিদি প্রিয়ঙ্কা সিং এবং মিতু সিং জালিয়াতি করে ভুল ওষুধ প্রয়োগ করে সুশান্তের উপর। অর্থাৎ, জালিয়াতি এবং ভুল ওষুধ দেওয়ার অভিযোগ তুলে সুশান্ত সিং রাজপুতের দুই দিদির বিরুদ্ধে এফআইআর করেন মাদক কান্ডে মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তী এবং এই FIR বাতিল করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

About Author