২০২০-তেই সকলকে ছেড়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন সুশান্ত সিং রাজপুত। সেইসময় তার মৃত্যুকে কেন্দ্র করে কম চর্চা হয়নি মিডিয়া থেকে সাধারণমহলে। কেউই অভিনেতার মৃত্যুকে সহজভাবে নিতে পারেননি। অধিকাংশের মত, বলিউডের ষড়যন্ত্রেই প্রাণ হারিয়েছেন অভিনেতা। তবে এই ধারণা আজও বজায় রয়েছে অধিকাংশের মনে। তবে এই মুহূর্তে পুনরায় এই নিবন্ধের সূত্র ধরে আবারো চর্চায় রয়েছেন অভিনেতা।
সম্প্রতি জানা গিয়েছে, বলিউডের একাধিক তারকারা নানাভাবে বিরক্ত করতেন অভিনেতাকে। তাদের মধ্যে মহেশ ভাট ও অভিনেত্রী রিয়া চক্রবর্তী অন্যতম। জানা যায়, একবার এক অনুষ্ঠানে অর্থাৎ বলিউডের পার্টিতে মহেশ ভাটের আচরণে ভীষণভাবে বিরক্ত হয়েছিলেন প্রয়াত সুশান্ত সিং রাজপুত। পরিচালকের সাথে অভিনেতা একাধিক কাজ করলেও পরবর্তীকালে তার সাথে বিভিন্ন কারণে গোল বেঁধেছিল। সেই প্রসঙ্গও উঠে এসেছিল মিডিয়ার চর্চায়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowশোনা যায়, সেইসময় রিয়া চক্রবর্তীর সাথে প্রেম করতে বাধ্য হয়েছিলেন অভিনেতা। তার রোজগার করে আনা টাকা নিজের এবং নিজের ভাইয়ের জন্য অনেকাংশ ব্যবহার করতেন রিয়া চক্রবর্তী, যা খুব স্বাভাবিকভাবে সেইসময় প্রভাব ফেলছিল অভিনেতার জীবনের উপর। শেষের দিকে সেকথাও বুঝতে পেরেছিলেন অভিনেতা। পরবর্তীকালে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেষ্টা করলেও, তা আর সম্ভব হয়নি। শেষপর্যন্ত বলিউডের ষড়যন্ত্রের শিকার হয়ে প্রাণ হারান তিনি। তেমনটা আজও মনে করেন তার অনুরাগীমহলের অধিকাংশ। আপাতত, সেই প্রসঙ্গই আবারো চর্চায় উঠে এসেছে একাংশের মাঝে। সাথে সাথে চর্চিত প্রয়াত অভিনেতাও।