Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ফিরে এলেন সুশান্ত সিং রাজপুত? স্যোশাল মিডিয়ায় তার নতুন পোস্ট ঘিরে চাঞ্চল্য

সিনেপ্রেমীদের কাছে আবেগের নাম হল সুশান্ত সিং রাজপুত। প্রায় দেড় বছর হয়ে গেল অভিনেতা আমাদের মধ্যে নেই। তবে হঠাৎ করে সুশান্ত আমাদের মধ্যে ফিরে আসে তাহলে? ভাবছেন তো কি সব…

Avatar

By

সিনেপ্রেমীদের কাছে আবেগের নাম হল সুশান্ত সিং রাজপুত। প্রায় দেড় বছর হয়ে গেল অভিনেতা আমাদের মধ্যে নেই। তবে হঠাৎ করে সুশান্ত আমাদের মধ্যে ফিরে আসে তাহলে? ভাবছেন তো কি সব বলছি। গুজব হলেও এটাই সত্যি। অভিনেতা ফিরে এসেছেন আমাদের মধ্যে। না সশরীরে আসেননি এখনো । স্মৃতির মধ্যে জীবন্ত হয়ে উঠেছেন অভিনেতা।সম্প্রতি সুশান্ত সিং রাজপুত এর অরিজিনাল ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি আপলোড করা হয়। যা দেখে সকলে চমকে যান। এই ছবি দেখে চমকে যাওয়ার মতো। অনেকেই ভেবেছেন মৃত মানুষ কি করে বেঁচে উঠলেন? কিভাবে কে এই ছবি পোস্ট করলেন তা বোধগম্য হয় না ভক্তদের। আর এই ছবি তাঁর ফ্যান পেজ থেকেও শেয়ার হয়নি। তবে এর উত্তর এখনো পাওয়া যায়নি। যদিও কেউ কেউ বলছেন সুশান্তের মৃত্যুর পর তার ফেসবুকে ৩-৪ টি পোস্ট করা হয়, যা থেকে ধারণা তার পরিবারের কেউ তার এই অ্যাকআউন্টের তত্ত্বাবধানে রয়েছেন। আর সেই থেকে এই নতুন প্রোফাইল পিকচার।ফিরে এলেন সুশান্ত সিং রাজপুত? স্যোশাল মিডিয়ায় তার নতুন পোস্ট ঘিরে চাঞ্চল্যতবে সে যাই হোক প্রিয় সুশান্তের এই ছবি দেখতে অনেকেই কেঁদে ওঠেন তো অনেকেই ভালোবাসা জানান। অনেকে মন্তব্য করেন এই ভাবে ফিরে আসুক সুশান্ত সকলের মাঝে। সুশান্ত নেই তবে এই স্মৃতি টুকু সকলের মধ্যে চিরজীবী থাকুক। যে এই কাজ করেছে সুশান্ত অনুগামীরা তাঁকেও ভালোবাসা জানিয়েছেন। তুমুল ভাইরাল হয় সুশান্তের এই প্রোফাইল পিকচার।উল্লেখ্য, ২০২০ সালের ১৪ জুন রবিবারের বারবেলাতে গণমাধ্যমের একটি খবর সারা দেশের মানুষকে নাড়িয়ে দিয়েছিল। মুম্বাইয়ের বান্দ্রায় নিজের ফ্ল্যাটে আত্মঘাতী হন অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। ৩৪ বছর বয়সী অভিনেতার চলে যাওয়ার ঘটনা এখনো কেউ মেনে নিতে পারেনা। খুন না আত্মহত্যা তা আজ ও ধোঁয়াশা। তবে অভিনেতার এই মৃত্যু সংবাদটি তার ভক্ত, অনুগামী, পরিবারের সদস্য, বন্ধুবান্ধব এবং বিনোদন জগতের সহকর্মীদের জন্য এখনো এক ধাক্কা। অভিনেতার এই আত্মহত্যা ঘিরে উঠে এসেছিল একাধিক প্রশ্নও। সুপ্রিম কোর্টের নির্দেশে সুশান্তের মৃত্যুর তদন্ত আজও সিবিআই-এর হেফাজতে। এখনো এই মামলার তদন্ত অসমাপ্ত।
About Author