এই ঘটনা শুরু হয়েছে আগের বছর সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনার পর থেকেই। আপনারা সকলেই জানেন গত বছর ১৪ জুন তারিখে নিজের বাড়িতেই আত্মহত্যা করেছিলেন বলি অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তার মৃত্যুর পরে তার ভক্তেরা সোশাল মিডিয়ায় একেবারে ফেটে পড়ে তার মৃত্যুর বিচার চাওয়ার জন্য।https://twitter.com/sushantkisaloni/status/1385459797412093954?s=20#JusticeForSushantSinghRajput এই হ্যাশট্যাগ সেই সময়ে হয়ে গেছিল সবথেকে জনপ্রিয় হ্যাশট্যাগ। এই হ্যাশট্যাগে বহু বিচার কথা লিখে টুইটারে বিতর্ক তৈরি হয়। তার সঙ্গেই বলিউডের নেপোটিজম বিরোধী আওয়াজ আরো দৃঢ় হতে শুরু করে। তার পরেই কয়েকজন প্রভাবশালী অভিনেতা এবং পরিচালককে ব্যান করার আহ্বান জানান অনেকেই। এবারে শুক্রবার সলমনের নতুন ছবি রাধে কে গাধে বলে টুইটারে ট্রল করেছেন অনেকেই।Good Morning SSRians ❤
— Aishwarya (@Aiswani2) April 23, 2021
We are Trending in India#BoycottRadhe with #SaveLives4Sushant
No One Saw Sushant Hanging pic.twitter.com/lahynGukzh
If u want to teach a lesson 2 Bollywood Mafia then,
— Ujjwalmishra (@Ujjwalmishra_45) April 23, 2021
BOYCOTT everything link wiz Selmon🚫
we have 2 make history
Radhe should be the most dislike trailer of this world 🤒
NO SUSHANT NO BOLLYWOOD 🔥#BoycottRadhe
#SaveLives4Sushant
#JusticeForSushantSinghRajput pic.twitter.com/3sMTIeO9mi