Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘রাধে’ কে ‘গাধে’ বলে সলমনের নতুন সিনেমা বয়কটের ডাক সুশান্ত ফ্যানদের

বহু প্রতীক্ষার পরে অবশেষে বৃহস্পতিবার মুক্তি পেলো সালমান খানের সিনেমা 'রাধে' র ট্রেলার। এই সিনেমার ট্রেলার সামনে আসার সঙ্গে সঙ্গে যেরকম ভাবে এটা হয়েছে ট্রেন্ডিং তেমন ভাবেই এই ট্রেলার ঘিরে…

Avatar

By

বহু প্রতীক্ষার পরে অবশেষে বৃহস্পতিবার মুক্তি পেলো সালমান খানের সিনেমা ‘রাধে’ র ট্রেলার। এই সিনেমার ট্রেলার সামনে আসার সঙ্গে সঙ্গে যেরকম ভাবে এটা হয়েছে ট্রেন্ডিং তেমন ভাবেই এই ট্রেলার ঘিরে দানা বেঁধেছে বিতর্ক। #BoyCottRadhe বর্তমানে এই হ্যাশট্যাগ টুইটারে বেশ জনপ্রিয়। সালমান খান ছাড়াও এই সিনেমায় আছেন দিশা পাতানি, রণদীপ হুডা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই ঘটনা শুরু হয়েছে আগের বছর সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনার পর থেকেই। আপনারা সকলেই জানেন গত বছর ১৪ জুন তারিখে নিজের বাড়িতেই আত্মহত্যা করেছিলেন বলি অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তার মৃত্যুর পরে তার ভক্তেরা সোশাল মিডিয়ায় একেবারে ফেটে পড়ে তার মৃত্যুর বিচার চাওয়ার জন্য।

https://twitter.com/sushantkisaloni/status/1385459797412093954?s=20

#JusticeForSushantSinghRajput এই হ্যাশট্যাগ সেই সময়ে হয়ে গেছিল সবথেকে জনপ্রিয় হ্যাশট্যাগ। এই হ্যাশট্যাগে বহু বিচার কথা লিখে টুইটারে বিতর্ক তৈরি হয়। তার সঙ্গেই বলিউডের নেপোটিজম বিরোধী আওয়াজ আরো দৃঢ় হতে শুরু করে। তার পরেই কয়েকজন প্রভাবশালী অভিনেতা এবং পরিচালককে ব্যান করার আহ্বান জানান অনেকেই। এবারে শুক্রবার সলমনের নতুন ছবি রাধে কে গাধে বলে টুইটারে ট্রল করেছেন অনেকেই।

About Author