Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সুশান্তের মরণোত্তর পদ্মভূষণের দাবি জানালো এক স্বেচ্ছাসেবী সংস্থা

মুম্বইয়ের এক স্বেচ্ছাসেবী সংস্থা দাবি করে পদ্মভূষণ দেওয়া হোক সুশান্ত সিং রাজপুতকে। স্বজনপোষণের ধার ধারেননি সুশান্ত। টেলিভিশন ধারাবাহিকে কাজ করার মধ্যে দিয়ে তিনি অভিনয় জীবন শুরু করেছিলেন। ২০০৮ সালে 'স্টার…

Avatar

মুম্বইয়ের এক স্বেচ্ছাসেবী সংস্থা দাবি করে পদ্মভূষণ দেওয়া হোক সুশান্ত সিং রাজপুতকে। স্বজনপোষণের ধার ধারেননি সুশান্ত। টেলিভিশন ধারাবাহিকে কাজ করার মধ্যে দিয়ে তিনি অভিনয় জীবন শুরু করেছিলেন। ২০০৮ সালে ‘স্টার প্লাস’ চ্যানেলের প্রণয়ধর্মী টেলিভিশন ধারাবাহিক দিয়ে সুশান্তের হাতেখরি। এরপর জি টিভিতে প্রচারিত পবিত্র রিশতা-তে মানবের চরিত্রে অভিনয় করেছিলেন সুশান্ত। সেখান থেকেই প্রেম হয় অঙ্কিতা্র সঙ্গে।
সুশান্তের মরণোত্তর পদ্মভূষণের দাবি জানালো এক স্বেচ্ছাসেবী সংস্থা
এরপর থেকেই একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন সুশান্ত সিং রাজপুত। কখনো অভিনয় করেছেন অনুষ্কা শর্মার বিপরীতে, কখনো ধুতি পরে ব্যোমকেশের চরিত্রে, তো কখনো ধোনির বায়োপিকে।
সুশান্তের মরণোত্তর পদ্মভূষণের দাবি জানালো এক স্বেচ্ছাসেবী সংস্থা
সুশান্তের অসামান্য সাফল্যের জন্য, সুশান্তকে মরণোত্তর পদ্মভূষণ সম্মান দেওয়ার দাবিতে আদিত্য ঠাকরেকে চিঠিও পাঠানো হয়েছে। প্রসঙ্গত, মহারাষ্ট্রের পদ্মভূষণ কমিটির প্রধানের পদে রয়েছেন শিবসেনা সেনা আদিত্য ঠাকরে।যদিও এই ব্যপারে এখনও কোন সিদ্ধান্ত হয়নি।

About Author