Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আজ বিকেলে মুম্বইয়ের পবনহংস এরোড্রামে সম্পন্ন হবে অভিনেতার শেষকৃত্য

রবিবার বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাড়িতে অভিনেতার মৃত্যু ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিনেতা অর্থের কারনে আত্মহত্যা করেননি।…

Avatar

রবিবার বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাড়িতে অভিনেতার মৃত্যু ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিনেতা অর্থের কারনে আত্মহত্যা করেননি। কারন অভিনেতার অ্যাকাউন্ট খতিয়ে দেখে এমনই অভিমত পুলিশের। এদিন সোমবার বিকেলে মুম্বইয়ের পবনহংস এরোড্রামে বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল মাত্র ৩৪ বছর। পটনা থেকে মুম্বাই এসেছেন অভিনেতার বাবা, বন্ধুবান্ধব সহ পরিবারের সকলে। জানা গিয়েছে, শেষ বার বাবার সঙ্গে সুশান্ত কথা বলেছিলেন তিন দিন আগে। বাবাকে বলেছিলেন, বাড়ি থেকে বেরোতে না। সাবধানে থাকতে। পাহাড়ে নিয়ে যাওয়ার কথাও বলেন তিনি। পরিবার সূত্রে আরও জানা যাচ্ছে, আগামী নভেম্বর মাসে সুশান্তের বিয়ের কথা ছিল। বাবার সঙ্গে কথা বলে তিনি বিয়েতে রাজি হয়েছিলেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নিজের বোনকে অসুস্থতার কথা জানিয়েছিলেন অভিনেতা। মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাটে দুই দিন ছিলেন বোন। গতকাল রাতে কুপার হাসপাতালে অভিনেতার দেহ ময়নাতদন্ত হয়। ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, গলায় ফাঁস লেগেই মৃত্যু হয়েছে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। অভিনেতার ভিসেরা পরীক্ষা করা হবে। বলিউডের এই জনপ্রিয় অভিনেতার মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন তারকা থেকে সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য তারকারা টুইট করে দুঃখ প্রকাশ করেছেন।

About Author