Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Suryakumar Yadav: যোগী আদিত্যনাথের বাড়ি পৌছালেন সূর্য কুমার যাদব! জল্পনা সোশ্যাল মিডিয়ায়

ভারতীয় দলের তারকা ক্রিকেটার তথা টি-টোয়েন্টি ক্রিকেটের বিশ্বসেরা ব্যাটসম্যান সূর্য কুমার যাদব এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাথে বৈঠক করেছেন। যোগী আদিত্যনাথ নিজের টুইটার পেজে সেই ছবি শেয়ার করেছেন। তার…

Avatar

ভারতীয় দলের তারকা ক্রিকেটার তথা টি-টোয়েন্টি ক্রিকেটের বিশ্বসেরা ব্যাটসম্যান সূর্য কুমার যাদব এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাথে বৈঠক করেছেন। যোগী আদিত্যনাথ নিজের টুইটার পেজে সেই ছবি শেয়ার করেছেন। তার সাথে সূর্য কুমার যাদবের বৈঠকের ছবি সোশ্যাল মিডিয়ার নজরে আসতেই রীতিমতো ভাইরাল হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শেষে গতকাল (৩০ জানুয়ারি) সরকারি বাসভবনে যোগী আদিত্যনাথের সাথে বৈঠক করেন সূর্য কুমার যাদব।সূত্রের খবর, সোমবার লখনউতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনে পৌঁছে যান সূর্য কুমার যাদব। সেখানে বেশ কিছু সময় ধরে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করেছেন ভারতীয় এই ক্রিকেটার। বিষয়টি নিজেই টুইট পেজে শেয়ার করেছেন যোগী আদিত্যনাথ। সেখানে তিনি লিখেছেন,’লখনউয়ের সরকারি বাসভবনে তরুণ এবং উদ্যমী ক্রিকেটার সূর্য কুমার যাদবের সাথে।’ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনে সূর্য কুমার যাদবের পৌছানো নিয়ে রীতিমতো শোরগোল পড়েছে সোশ্যাল মিডিয়ায়। কেন তিনি হঠাৎ মুখ্যমন্ত্রীর সাথে দেখা করলেন সে বিষয়ে প্রশ্নের অন্ত নেই নেটপ্রেমীদের মধ্যে। আপনাদের জানিয়ে রাখি, ইতিপূর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে অটল বিহারি বাজপেয়ী ক্রিকেট গ্রাউন্ডে দুই দলকে স্বাগত জানাতে পৌঁছে গিয়েছিলেন যোগী আদিত্যনাথ। মাঠে নেমে তিনি নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার এবং হার্দিক পান্ডিয়ার সাথে সাক্ষাৎ করেন। এমনকি ঘন্টা বাজিয়ে ম্যাচ শুরু করান স্বয়ং যোগী আদিত্যনাথ।
About Author