Sursuri-Li: ফুলশয্যায় বাধা পুলিশের, ঘরে অপেক্ষায় নতুন বউ, দেখলে অবাক হবেন

বর্তমান যুগে আজকের প্রজন্মের কাছে ওয়েব সিরিজ বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। নিজেদের সুবিধামতো সময়ে নিজেদের মতন করে পছন্দমতো ওয়েব সিরিজ দেখতে পারেন দর্শকরা। বলাই বাহুল্য, এই মুহূর্তে একাধিক ওয়েব প্ল্যাটফর্ম রয়েছে, যারা সবসময় তাদের দর্শকদের মনের মতন সিরিজ নিয়ে হাজির থাকে মনোরঞ্জনের উদ্দেশ্যে। আর সেইসমস্ত প্ল্যাটফর্মগুলির মধ্যে ‘উল্লু’ অন্যতম।
উল্লেখ্য, বর্তমানে দর্শকমহলের একাংশ বোল্ড ওয়েব সিরিজ দেখতে বেজায় পছন্দ করেন। রীতিমতো উপভোগ করেন প্রতিটি দৃশ্য। ‘উল্লু’ তার দর্শকদের জন্য একের পর এক নিয়ে এসেছে বোল্ড ওয়েব সিরিজ, যা একা দেখলেও লাজ্জা লেগে যায় নিজেরই। সম্প্রতি উল্লুর তেমনই আরো একটি বোল্ড সিরিজের কথা উঠে এসেছে তার একাধিক বোল্ড ঝলকের সূত্র ধরেই। এই মুহূর্তে সেই সিরিজের অফিসিয়াল ট্রেলার পুনরায় ভাইরাল হতেই মিডিয়ার পাতায় চর্চিত সিরিজটি।
এই মুহূর্তে উল্লুর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে ‘সুরসুরি-লি’ নামের ওয়েব সিরিজের অফিসিয়াল ট্রেলার পুনরায় ভাইরাল হয়েছে। গত ১ বছর আগে উল্লুর পর্দায় মুক্তি পেয়েছে সিরিজটি। সিরিজের শুরুতেই দেখানো হয়েছে পুলিশ একজন অপরাধীকে খুঁজছে, যার কাছে একটি আগ্নেয়াস্ত্র রয়েছে। তবে পুলিশ ভুলবশত এক অন্য ব্যক্তির গোপনাঙ্গকে অস্ত্র ভেবে তাকে ধরতে গেলে ভয় পেয়ে সে সেখান থেকে পালিয়ে যায়। তাকেই অপরাধী ভেবে পুলিশ তার পিছু করতে থাকে। অন্যদিকে ঘরে বসে তার স্ত্রী অধৈর্য হয়ে যাচ্ছিল। পরে পুলিশের কাছে সবটা পরিষ্কার হলে তারাই ঐ ব্যক্তির ফুলশয্যা সম্পন্ন হওয়ার দায়িত্ব নিয়ে নেয়। এর মাঝে গল্পে কি কি হবে! কোথায় গিয়েই বা শেষ হবে গল্পটি? জানতে নজর রাখতে হবে উল্লুর পর্দায়।