Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Dance Video: রচনা তিওয়ারির নাচ দেখে অবাক গ্রামের কাকারা, এমন ভিডিও সামনে এসেছে

রচনা তিওয়ারি তার নাচ এবং নিজের কিছু অঙ্গভঙ্গির মানুষকে দিনে দিনে আরো পাগল করে তুলেছেন। রচনা তিওয়ারি খুব সাহসী পদক্ষেপ, নাচের জন্য সর্বত্র পরিচিত। খোলা মঞ্চে তাঁর নাচ হোক বা…

Avatar

রচনা তিওয়ারি তার নাচ এবং নিজের কিছু অঙ্গভঙ্গির মানুষকে দিনে দিনে আরো পাগল করে তুলেছেন। রচনা তিওয়ারি খুব সাহসী পদক্ষেপ, নাচের জন্য সর্বত্র পরিচিত। খোলা মঞ্চে তাঁর নাচ হোক বা ইউটিউব ভিডিও…মানুষ যখনই রচনাকে দেখেন পাগলের ন্যায় হয়ে যান।

তেমনই তাঁর একটি ভিডিও ইউটিউবে খুব ভাইরাল হচ্ছে। রচনার হটনেস দেখে লাইভ স্টেজে উঠে টাকার বৃষ্টি করতে দেখা গিয়েছে এক ব্যক্তিকে। হরিয়ানভি ডান্স মানে প্রথমেই সকলের মাথায় আসে স্বপ্না চৌধুরীর কথা। কিন্তু এখন আরও অনেক শিল্পীর উত্থান ঘটছে যারা কিনা স্বপ্নাকেও বিপুল টেক্কা দিচ্ছেন। তেমনই একটি নাম হল রচনা তিওয়ারি। রচনার ইউটিউব ভিডিও যদি না দেখে থাকেন তাহলে বৃথা আপনার ইউটিউবে যাওয়া। যখনই রচনা মঞ্চে ওঠেন তখন সেখানে উপস্থিত থাকা দর্শকদের ধরে রাখা সম্ভব হয় না রীতিমতো। ভিড় সামলাতে গিয়ে রীতিমতো হিমশিম ক্ষেত্র হয় আয়োজকদের। রচনা তিওয়ারির নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

রচনা তিওয়ারি মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই ভক্তদের মধ্যে শোরগোল শুরু হয়ে যায়। তেমনই একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে, রচনা তিওয়ারি বোতলের ঢাকনা খুলে বডিসে জল ঢাললে ভক্তদের ভিড় নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে, যা দেখে সবার বুক ধড়ফড় করে ওঠে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, লক্ষ লক্ষ বার দেখা হয়েছে, যেখানে ভক্তরা নানা মন্তব্য করছেন।

About Author