Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অবাক কান্ড!! এক ঘরে ঘণ্টার ঘণ্টা সময় কাঁটাল কুকুর ও চিতাবাঘ

পৃথিবীতে প্রায় দিনই কিছু না কিছু অবাক করা ঘটনা ঘটেই চলেছে । আর তা শুধুমাত্র মানবজাতি তেই নয় পশু জগতেও ঘটছে। তার মধ্যে আমরা অনেক কিছুর খবরই পাই সোশ্যাল মিডিয়া…

Avatar

By

পৃথিবীতে প্রায় দিনই কিছু না কিছু অবাক করা ঘটনা ঘটেই চলেছে । আর তা শুধুমাত্র মানবজাতি তেই নয় পশু জগতেও ঘটছে। তার মধ্যে আমরা অনেক কিছুর খবরই পাই সোশ্যাল মিডিয়া বা টেলিভিশন এর মাধ্যমে।সেরকমই একটি ভিডিও সাম্প্রতিককালে আমরা সোশ্যাল মিডয়াতে ভাইরাল হতে দেখি।

আমরা যেই ভিডিও টির কথা বলছি সেটি ঘটে দক্ষিণ কান্নার এর কিরু রিজার্ভ জঙ্গলে। সেখান থেকে একটি ক্ষুধার্ত চিতা বাঘ বেরিয়ে আসে লোকালয়ে। তাই দেখে তো হই হই রব পড়ে যায় পুরো এলাকায়।যেমন টা আগেই বলা হলো যে চিতাটি ছিল ক্ষুধার্ত তেমন সময় এটাই স্বাভাবিক যে সে যাকেই সামনে পাবে তার মাংসই তার ভোজন হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এমন সময় সে দেখতে পায় একটি কুকুরকে। তাকে দেখেই সে নিজের খাদ্য বানানোর জন্য ছুটতে থাকে।অন্য দিকে কুকুরটিও নিজের প্রাণ রক্ষার জন্য ছুটতে থাকে।এরকম ছুটতে ছুটতে কুকুরটি নিজেকে রক্ষা করার জন্য একটি ফার্ম হাউসের বাথরুমে আশ্রয় নেয় আর তার পিছু পিছু সেই বাথরুমে চিতাটিও ঢুকে পড়ে। সেখানকার লোকেরা ভয় পেয়ে তাদের দুজনকেই একসাথে বাথরুমেই আটকে দেয়।

এর পর কেটে যায় অনেক টা সময়। তারপর বনদপ্তরে খবর দেওয়া হলে তারা এসে দরজা খোলার ব্যবস্থা করেন। প্রায় ৯ ঘণ্টা তারা বন্দী অবস্থায় থাকে। কর্মীরা তো মনে করেন কুকুর টি হয়তো প্রাণে আর রক্ষা পায়নি শেষ পর্যন্ত। কিন্তু দরজা খুলতেই সকলে অবাক।কুকুরটি মারা যাওয়া তো দূরের কথা কুকুর টির গায়ে একটা আঁচড়ের দাগও পর্যন্ত লাগেনি।দরজা খোলার আগেই বাঘ টি অন্য একটি গর্ত দিয়ে পালিয়ে জঙ্গলে চলে যায়।বনদপ্তরের কর্মী দের মনে হয়ছে বাঘটি ওখানে আটকা পড়ে যাওয়াতে নিজেই ভয় পেয়ে গেছিলো তাই তার কাছে তখন সেখান থেকে পালিয়ে যাওয়াটাই বড়ো উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছিল।

About Author