থিয়েটারের মাধ্যমে অভিনয় কেরিয়ার শুরু করেন সুরভি। বেশ কিছু সময় তিনি রেডিও জকি হিসাবেও কাজ করেছেন। এরপর তিনি পঞ্জাবি ফিল্মে অভিনয়ের সুযোগ পান। তাঁর অভিনীত ‘ইক কুড়ি পঞ্জাব দি’, ‘রওলা পে গয়া’, ‘মুন্ডে পাটিয়ালা দে’ এই তিনটি ফিল্ম পঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুপারহিট হয়েছিল।এরপর 2012 সালে জি টিভির ‘কবুল হ্যায়’ সিরিয়ালের মাধ্যমে মুম্বইয়ের টেলিভিশন ইন্ডাস্ট্রিতে অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেন সুরভি। এই সিরিয়ালে প্রশংসনীয় অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন। তবে 2018 সালে কালার্স চ্যানেলের জনপ্রিয় সিরিয়াল ‘নাগিন 3’ তে ইচ্ছাধারী নাগিন বেলার চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দেন সুরভি। 2019 সালে এই সিরিয়ালটি শেষ হয়ে যায়। কিন্তু সিরিয়ালটির টিআরপি বরাবর সবচেয়ে বেশি ছিল।
রাস্তায় মুখ থুবড়ে পড়ে গেলেন জনপ্রিয় অভিনেত্রী, মুহূর্তে ভাইরাল ভিডিও
অভিনেত্রী সুরভি জ্যোতি সবসময় খবরের শিরোনামে থাকতে পছন্দ করেন। সম্প্রতি বিদেশের রাস্তায় পড়ে যাওয়ার একটি ভিডিও শেয়ার করেছেন সুরভি। সুরভির এই ভিডিওটি শেয়ার হতেই প্রবলভাবে ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে দেখা…

আরও পড়ুন