বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট রথযাত্রার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। ২৩ জুন রথযাত্রা শুরু হত এই বছর। কিন্তু এবছর পুরীতে রথযাত্রা হবে না।
সুপ্রিম কোর্ট সংক্রমণ রুখতে এই পদক্ষেপ গ্রহণ করেছে। আদালত স্পষ্ট জানিয়েছে, করোনার জন্য অলিম্পিক ও অন্যান্য সমস্ত কিছুর জমায়েত বন্ধ করা হয়েছে। তাহলে রথযাত্রা কেন বন্ধ হবে না? এই রথ উৎসবেও বহু মানুষের জমায়েত হবে। যা করোনা সংক্রমণ আরও বৃদ্ধি করতে পারে। তাই এইবছর পুরীতে রথযাত্রার উৎসবে নিষেধাজ্ঞা জারি করেছে সুপ্রিম কোর্ট।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join NowSupreme Court stays the annual Rath Yatra at Puri’s Jagannath Temple in Odisha on June 23 pic.twitter.com/lEoWjBYipn
— ANI (@ANI) June 18, 2020