Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Raavan: পর্দায় এবার ‘রাবণ’ হয়ে উঠবেন সুপারস্টার জিৎ! চাহনি দেখেই হতবাক নেটিজেনরা

করোনাকে বুড়ো আঙুল দেখিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে বিনোদন জগৎ। এই দুৃর্গাপুজোতে মুক্তি পেয়েছে জিৎ অভিনীত নতুন ছবি 'বাজি' । এই ছবিতে জিৎের বিপরীতে অভিনয় করছেন মিমি চক্রবর্তী। আর…

Avatar

By

করোনাকে বুড়ো আঙুল দেখিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে বিনোদন জগৎ। এই দুৃর্গাপুজোতে মুক্তি পেয়েছে জিৎ অভিনীত নতুন ছবি ‘বাজি’ । এই ছবিতে জিৎের বিপরীতে অভিনয় করছেন মিমি চক্রবর্তী। আর এই ছবিতেই জিৎ আর মিমি প্রথম জুটি বেঁধেছেন । সাধারণত পুজোর সময় নিজের ছবি রিলিজ করেননা সুপারস্টার জিৎ। ইদেই প্রেক্ষাগৃহে মুক্তি পায় তাঁর সব হিট ছবি। কিন্তু করোনাকালে বদলে গেছে সমীকরণ। ইদে সিনেমা হল বন্ধ থাকায় এই পুজোতেই নিজের ছবি নিয়ে হাজির হয়েছিলেন জিৎ। এখনও সিনেমা হলে রমরমিয়ে চলছে জিৎের হিট ছবি ‘বাজি’।

তার মাঝেই দশমীর দিন নিজের আগামী ছবির ঘোষণা করলেন অভিনেতা। নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে নতুন ছবির পোস্টার শেয়ার করলেন। ছবিতে দেখা যাচ্ছে, কাটা ভ্রু নিয়ে ‘রাবণ’ অবতারে ধরা দিলেন অভিনেতা জিৎ। পোস্টারে একরকন অপ্রত্যাশিত লুকে দেখা গেছে তাঁকে। এই লুকটি সম্পূর্ণ ভিন্ন। লম্বা চুল, গাল ভর্তি দাঁড়ি, একটা চোখের মণির রঙ বাদামী এবং অপরটি লাল। দৃঢ় চোখের চাউনি, আর ঠোঁটে কুটিল হাসিতে দেখা যায় অভিনেতাকে। বিজয়া দশমীর দিন আগামী ছবি ‘রাবণ’-এর পোস্টার এবং ছবিতে তাঁর ফার্স্ট লুক প্রকাশ্যে আনলেন অভিনেতা। 

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নিজের প্রযোজনা সংস্থা জিৎ ফিল্মওয়ার্কস থেকেই মুক্তি পাবে এই ছবিটি। জিৎের পাশাপাশি ছবিটি প্রযোজনা করছেন অমিত জুমরানি। এই৷ নতুন সিনেমাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন এম এন রাজ। নিজের পরবর্তী ছবির ফার্স্ট লুক শেয়ার করে জিৎ জানিয়েছেন যে, খুব শীঘ্রই শুরু হবে ছবির শ্যুটিং। ছবিতে জিৎ ছাড়া আর কে কে অভিনয় করছেন, তা অবশ্য এখনই কিছু জানানো হয়নি।

তবে জিৎের নতুন ছবির পোস্টার শেয়ার হতেই তাঁর সকল ফ্যানেরা বেশ আনন্দিত৷ ‘রাবণ’-এ জিৎ যে এক্কেবারে ভিন্ন চরিত্রে অভিনয় করবেন তা তাঁর লুক দেখেই বোঝা যাচ্ছে। এমনকি কমেন্টে বক্সে তাঁর আসন্ন এই ছবির লুক দেখে প্রশংসা জানাতে দেখা গেছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, এনা সাহা, রুক্মিনী মৈত্র, জিৎের প্রথম ছবি ‘সাথী’র নায়িকা প্রিয়াঙ্কা ত্রিবেদী সহ ইন্ডাস্ট্রির অন্যান্য সহকর্মীদের। অনুগামীরাও প্রশংসায় পঞ্চমুখ।

 

About Author