টলিউডবলিউডবিনোদন

Chengiz Hindi Trailer: বাঙালি ভক্তদের জন্য খুশির খবর, হিন্দিতে মুক্তি পেল জিৎ-এর ‘চেঙ্গিজ’এর ট্রেলার

×
Advertisement

আবারো বড়পর্দায় ফিরছেন জিৎ। কদিন আগেই বাংলায় মুক্তি পেয়েছে জিৎ-এর আসন্ন ছবি ‘চেঙ্গিজ’এর ট্রেলার। আর তারপর থেকেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে দর্শকমহলের মাঝে। এবার সমগ্র দর্শকমহলের পাশাপাশি অভিনেতার ভক্তদের উচ্ছ্বাস বেড়ে গেল আরো। হিন্দিতেও মুক্তি পেতে চলেছে এই ছবি। সম্প্রতি তারই ট্রেলার প্রকাশ্যে এসেছে। আপাতত, সেই সূত্রেই মিডিয়ার পাতায় চর্চা তুঙ্গে।

Advertisements
Advertisement

ফুলঅন অ্যাকশন নিয়েই বড়পর্দায় ফিরতে চলেছেন অভিনেতা, সেকথা অবশ্য ট্রেলার দেখেই স্পষ্ট। সোমবার, ৩-রা এপ্রিল ‘গ্রাসরুট এন্টারটেইনমেন্ট’এর ব্যানারেই মুক্তি পেয়েছে চেঙ্গিস এর হিন্দি ট্রেলার। ২৬ মিনিটের মধ্যেই যা পৌঁছে গিয়েছে ২৯ হাজারের বেশি মানুষের কাছে। বলাই বাহুল্য, রাজেশ গাঙ্গুলী পরিচালিত ‘চেঙ্গিজ’এর অপেক্ষায় এখন অভিনেতার অগণিত ভক্তমহলের পাশাপাশি গোটা ভারত।

Advertisements

Advertisements
Advertisement

বাংলা ও হিন্দি মিলিয়ে গোটা ভারতে খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে ‘চেঙ্গিজ’। সেই নিয়েই এখন মেতে উঠেছে অভিনেতা ভক্তদের পাশাপাশি গোটা মিডিয়ামহলও। এটি যে বাঙালি জিৎ ভক্তদের জন্য একটা বড় ব্যাপার, তা নিঃসন্দেহেই বলা চলে। ভারতের মঞ্চে এই ছবিকে হিট করানো এখন একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ডিসট্রিবিউটারদের কাছে। উল্লেখ্য ‘কেজিএফ’, ‘বাহুবলী’, ‘রোবর্ট’, ‘কানতারা’র মতো ছবির হিন্দি ভার্সন যে সমস্ত ডিস্ট্রিবিউটরদের হাতে হিট করেছিল, এবার তাদের মারফতই মুক্তি পেতে চলেছে ‘চেঙ্গিজ’। এখন শুধু ফলের আশায় ছবির কলাকুশলীরা।

‘চেঙ্গিজ’এ জিৎ-এর পাশাপাশি অভিনয় করতে দেখা যাব সুস্মিতা চ্যাটার্জী, রোহিত রায়, শাতাফ ফিগারের মতো একাধিক তারকাদের। চলতি মাসের ২১’শেই এই ছবি মুক্তি পেতে চলেছে। এখনো পর্যন্ত এই তারিখই নির্ধারণ করেছেন ছবির কর্মকর্তারা।

Related Articles

Back to top button