অফবিট

রবিবারের আকাশে দেখা যাবে সুপারমুন, কখন, কীভাবে দেখবেন

বিজ্ঞানীরা জানাচ্ছেন, এবারে প্রায় ৩-৪ টি সুপারমুন দেখা যাবে

Advertisement
Advertisement

আগামীকাল বাঙ্গালীদের অন্যতম প্রিয় উৎসব দোল উৎসব। তার সাথে সাথে আগামীকাল দেখা যেতে চলেছে সুপারমুন। নাসার বিজ্ঞানীরা এই বিষয়টি আমাদের জানালেন। নাসার তরফ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে যাতে বলা হয়েছে, “রবিবার রাত্রি ১২ টা ১৮ মিনিট নাগাদ পৃথিবীর সবথেকে কাছে চলে আসবে চাঁদ। আর ঠিক তখন এই সুপারমুন দেখা যাবে।”

Advertisement
Advertisement

নাসা জানিয়েছে, “এটি হতে চলেছে বছরের প্রথম সুপারমুন। এই সুপারমুন কটার সময় চাঁদ এবং সূর্য একে অপরের বিপরীত অবস্থানে থাকবে। নিজের কক্ষপথে প্রদক্ষিণ করতে করতে চান এই সময় পৃথিবীর সবথেকে কাছে চলে আসার কারণে আমরা দেখতে পাব চাঁদকে সবথেকে বড় ভাবে।”

Advertisement

জানিয়ে রাখি, এই ধরনের বড় চাঁদ কে বলা হয় ওয়ার্ম মুন। আমেরিকান কৃষকদের দিনপঞ্জি অনুযায়ী, কৃষকদের জন্য এই সময়টা খুব একটা ভালো নয়। এইসময় নাকি জমিতে প্রচুর পোকামাকড় চলে আসে যা ফসলের ক্ষতি করে।

Advertisement
Advertisement

তবে শুধুমাত্র রবিবার না, এরপরে টানা তিনদিন ধরে আপনারা রাতের আকাশে বড় চাঁদ দেখতে পাবেন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই সুপারমুন ৩ দিনের জন্য স্থায়ী হবে। এছাড়াও একাধিকবার এই সুপারমুন আপনারা দেখতে পাবেন এই বছর।

Advertisement

Related Articles

Back to top button