বলিউডবিনোদন

সমুদ্র সৈকতে হাঁটু গেড়ে বসে দেখালেন সোনালি ঝকঝকে সৌন্দর্য, চেহারা দেখে পাগল ভক্তরা

×
Advertisement

বলিউডে পা রাখার আগেই অভিনেত্রী শ্বেতা তিওয়ারির ২২ বছর বয়সী কন্যা পালক তিওয়ারি এক বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন নেটদুনিয়ায়। বেশ কয়েকদিন আগেই তার একটি মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে, যা বেজায় পছন্দ হয়েছে তার ভক্তমহলেরও। ইতিমধ্যেই নেটদুনিয়ায় তার অনুরাগীর সংখ্যা মিলিয়ন ছাড়িয়েছে। অবশ্য সেকথা আর আলাদাভাবে উল্লেখ করা প্রয়োজন নেই। তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই সেই ঝলক মিলবে।

Advertisements
Advertisement

Advertisements

এই মুহূর্তে শ্বেতা কন্যা নিজের সাম্প্রতিক শেয়ার করে নেওয়া ছবির সূত্র ধরেই নেটনাগরিকদের একাংশের মাঝে চর্চিত হচ্ছেন। আপাতত, সমুদ্র সৈকতে সময় কাটাচ্ছেন পালক তিওয়ারি। সমুদ্রের কাছাকাছি বালিয়াড়িতেই দেখা মিলেছে তার। সেখানেই ইঁট রঙা শর্ট ড্রেসে দেখা মিলেছে তার। খোলা চুলে, নুড মেকাপে ছিলেন পালক। আর এই লুকেই সমুদ্রের কাছাকাছি বালির উপর বসে একাধিক ছবি তুলতে দেখা গিয়েছে তাকে। আপাতত সেই ঝলকই ভাইরাল একাংশের মাঝে।

Advertisements
Advertisement

এখনো বড়পর্দায় সেভাবে তার দেখা না মিললেও, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নেটনাগরিকদের মাঝে বেজায় জনপ্রিয়তা অর্জন করে ফেলেছেন শ্বেতা কন্যা। তিনি যে ২২ বছর বয়সেই যথেষ্ট বোল্ড লুক ক্যারি করেন, তা তার লুকেই স্পষ্ট। পাশাপাশি তিনি যে যথেষ্ট ফিটনেস ফ্রিক, তা তাকে দেখলেই বোঝা যায়। তার শেয়ার করা কোন পোস্টটি নজর এড়ায় না নেটনাগরিকদের একাংশের। এবারেও অন্যথা হয়নি তার। নিজের সম্প্রতিক বোল্ড বিচ লুককে কেন্দ্র করেই পুনরায় চর্চিত তিনি। ভাইরাল তার ছবিও।

Related Articles

Back to top button